অভিনেত্রী কেয়া পায়েলের নতুন উদ্যোগ বিউটি স্যালন পার্ল বাই পায়েল। তিনি নিজেও সাজতে ভালোবাসেন। আর নতুন এই সাজঘরটি বেশ সাড়া ফেলেছে সম্প্রতি বিভিন্ন তারকাসহ রূপসচেতন সকলেরই।
কেয়া পায়েল নিজেই পার্ল বাই পায়েলের গর্জিয়াস মেকওভারে সামনে এসেছেন তিনটি ভিন্ন ব্রাইডাল আমেজের লুকে। প্রথমটি একেবারেই বিয়ের সাজ। আর বাকি দুটি লুক অনুপ্রেরণা হতে পারে বাগদান, গায়ে হলুদ বা বিবাহোত্তর সংবর্ধনার সাজে।

ক্ল্যাসিক লাল বউ লুকে ঝলমলে সোনালি জরীর বুননে লাল বেনারসী পরেছেন কেয়া পায়েল

সঙ্গে ম্যাচিং কারুকাজ করা বর্ডারের ওড়না। জমকালো বড় দুল, চোকার আর টিকলি, আংটি নজর কাড়ছে

লাল টিপ, লাল সেমি ম্যাট লিপস, লাল নেইলকালারের সঙ্গে টেনে বাঁধা চুল, সেমি স্মোকি কাজলের স্মাজড লুক এনেছে পরিমিত নাটকীয়তা।মেকওভারের ফিনিশও খুবই স্মুদ।

মভ জর্জেটের এই সূক্ষ্ম কারুকাজ করা এথনিকওয়্যারে স্নিগ্ধ লুক এসেছে কেয়া পায়েলের ব্রাইডাল সাজে

এখানে এক পাশে সিঁথি করা চুলে টেনে বেঁধে খোঁপা করা হয়েছে পরিপাটি স্টাইলে। সঙ্গে আছে ভারি জড়োয়া সেটের দুল, চোকার, টানা নথ, ঝাপটা আর রতনচূড়

সেমি ম্যাট ফিনিশের মেকওভারে টেনে দেওয়া সফট স্ট্রোকের আইলাইনার, ঘন আইল্যাশ ও আইব্রো আর হালকা স্মাজ করা কাজল ও শিমারি আইশ্যাডো দেখা যাচ্ছে। ছোট সাদা স্টোনের টিপ আর গোলাপি সেমি ম্যাট লিপস নজর কাড়ছে সঙ্গে

ব্যাকলেস ব্লাউজের সঙ্গে ফুলেল কারুকাজ করা উজ্জ্বল হলুদ ব্রাইডাল লেহেঙ্গা পরেছেন কেয়া

জড়োয়া গয়নার সেটের সঙ্গে ব্রাইডাল কালিরা আর হাতভর্তি চুড়ি পরেছেন কেয়া

দুই পাশে স্ট্র্যান্ডস রেখে কিছুটা ছেড়ে রেখে পেছনে বাঁধা হেয়ারস্টাইলের সঙ্গে নজর কাড়ছে লাল ঠোঁট, আর স্মুদ ফিনিশের সফট গ্ল্যাম মেকওভার
ছবি: কেয়া পায়েলের ইন্সটাগ্রাম
মেকওভার: পার্ল বাই পায়েল









