টালিউডের তিন কন্যা উষসী রায়, তৃণা সাহা আর ঐন্দ্রিলা সেনকে প্রায়ই দেখা যাইয় বিভিন্ন আবেদনময় লুকে। কিন্তু তাঁদের নতুন লুক দেখে মনে হচ্ছে, তাঁরা যেন পাল্লা দিয়ে আবেদন ছড়াচ্ছেন।
চলুন ইন্সটাগ্রামের উষ্ণতা বাড়ানো এই লুকগুলোর আদ্যোপান্ত দেখে নিই ছবির গল্পে।

করসেট টপের সঙ্গে থাই স্লিট স্কার্ট পরেছেন ঐন্দ্রিলা

হালকা সাদা-সবুজ পাথরের গয়নায় মিনিমাল সাজে মোহনীয় ঐন্দ্রিলা

কালো হলটারনেক বডিকন ড্রেসে সিকুইনের ছোঁয়া দেখা যাচ্ছে তৃণার লুকে। সেই সঙ্গে নজরকাড়া স্টেটমেন্ট গয়না

টেনে বাঁধা পনিটেইল, উইংড আইলাইনার আর ব্যাকলেস লুকে আবেদন ছড়াচ্ছেন তৃণা

ফুলেল প্রিন্টের হলটারনেক ড্রেসে আবেদনময়ী উষসী

বডিকন কাটের ড্রেসটি এই আকর্ষণীয় ফিগারের অভিনেত্রীকে দারুণ ফিট করেছে

ফুল স্লিভ টার্টলনেক ভিস্কোস টপ আর ম্যাচিং থাই স্লিট স্কার্টে উষসী

চুলের মেসি স্টাইল আর ন্যুড লিপস নজর কাড়ছে

তৃণা পরেছেন ঝলমলে সিকুইনের থাই স্লিট ড্রেস

স্লিক আপডু আর ম্যাচিং দুলে আবেদন ছড়াচ্ছেন্ত ইনি
ছবি: ইন্সটাগ্রাম









