বলিউডের সফল ফ্র্যাঞ্চাইজি সিনেমার অন্যতম একটি ‘ভুল ভুলাইয়া’; যার তিনটি সিনেমা বক্স অফিসে দারুণভাবে ব্যবসা সফল। শিগগিরই এই ফ্র্যাঞ্চাইজির চতুর্থ সিনেমা ‘ভুল ভুলাইয়া-৪’-এর ঘোষণা আসতে চলেছে; যেখানে ‘মঞ্জুলিকা’ চরিত্রে দেখা যাবে অনন্যা পাণ্ডেকে।
নতুন এই সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রটি অনন্যা পর্দায় তুলে ধরতে যাচ্ছেন কিনা, তা নিয়ে কিছুটা ধোঁয়াশা আছে। কারণ, নির্মাতাদের কাছ থেকে নয়, ‘ভুল ভুলাইয়া-৪’ অনন্যার অভিনয়ের কথাটি উঠে এসেছে অভিনেতা কার্তিক আরিয়ানের সঙ্গে কথোপকথনের সূত্র ধরে।
ভারতীয় সংবাদমাধ্যম আজকাল জানিয়েছে, সম্প্রতি অনন্যা ঘটা করে উদযাপন করেছেন তাঁর ২৭তম জন্মদিন। এই বলিউড তারকার জন্মদিন উদযাপনে কেবল কাছের বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যরাই উপস্থিত ছিলেন। পার্টিতে অভিনেত্রীর প্রিয় বন্ধু সুহানা খান এবং তুতো ভাই অহন পাণ্ডেকে দেখা গেছে। মা ভাবনা পাণ্ডে এবং আরও কিছু ঘনিষ্ঠজনের সঙ্গে জন্মদিনের সুন্দর মুহূর্তগুলোর ছবি অনন্যা তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে ভাগ করেছেন।

এই জন্মদিনের শুভেচ্ছা জানানো তারকাদের মধ্যে অন্যতম হলেন অভিনেতা কার্তিক আরিয়ান। অনন্যার ‘তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি’ সিনেমার সহঅভিনেতা কার্তিক একটি মজাদার ভিডিও শেয়ার করেছেন।
সেই ভিডিওতে দেখা যায়, অভিনেত্রী মজার ছলে বলছেন, তিনি কার্তিকের সঙ্গে ‘ভুল ভুলাইয়া ৪’-এ ‘মঞ্জুলিকা’ চরিত্রে অভিনয় করতে চলেছেন! ভিডিওটির ক্যাপশনে কার্তিক অনন্যাকে ‘সবচেয়ে নিঃস্বার্থ সহ-অভিনেত্রী’ বলে উল্লেখ করেছেন। যদিও অনন্যার এই ঘোষণাটি ছিল নিছকই রসিকতা, তবুও এই মজাদার বার্তাটি ভক্তদের মধ্যে নতুন করে জল্পনা তৈরি করেছে। কারণ ‘পতি পত্নী অউর ওহ’-এর পর এই দুই তারকাকে আবারও একসঙ্গে বড়পর্দায় দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

শুধু ‘ভুল ভুলাইয়া-৪’ সিনেমা নয়, অনন্যার ইচ্ছা সদ্য নির্মাতা হিসেবে বলিউডে পা রাখা আরিয়ান খানের ওয়েব সিরিজে অভিনয়ে। ক’দিন আগেই অভিনেত্রী তাঁর এই ইচ্ছার কথা নিঃসংকোচে সবাইকে জানিয়েছেন। এখন দেখার অপেক্ষা আরিয়ান তাঁর ‘দ্য ব্যাডস অব বলিউড’ সিরিজের দ্বিতীয় সিজনে অনন্যাকে অভিনয়ের সুযোগ দেন কিনা।







