ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী চট্টগ্রাম-৭ আসন থেকে লড়বেন।
সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটি ও সাংগঠনিক টিমের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঘোষিত তালিকা অনুযায়ী তাকে চট্টগ্রাম-৭ আসন থেকে সংসদ নির্বাচনে প্রার্থী করা হয়েছে।
২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন কমিশন আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার কথা রয়েছে।
								
								
															
								




