সর্বশেষ
বাংলাদেশের হাসপাতালের সেবা নিয়ে হতাশা প্রকাশ করলেন নিগার সুলতানা
আবারও পড়লো স্বর্ণের দাম
বিএনপি মহাসচিবের সঙ্গে মিশরের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা এনসিপির
জামায়াতের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা কবে, জানালেন শফিকুর রহমান
সিন্ডিকেটে আটকা পড়ছে মালয়েশিয়ার শ্রমবাজার
খাদ্যনালী শুকিয়ে যায় যে কারণে, করণীয় কী?
সকালে খালি পেটে লবঙ্গ খাওয়ার ১০ উপকারিতা
শেষ সিনেমায় সালমান শাহর পারিশ্রমিক কত ছিল?
তাওবায় আত্মার নবজন্ম হয়
সাগরে লঘুচাপ, যেসব অঞ্চলে বাড়তে পারে বৃষ্টি
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
অক্টোবরে রপ্তানি আয় বেড়েছে ৫.৪১ শতাংশ
ঢামেকে নারী চিকিৎসককে নিয়ে অশালীন মন্তব্য, সহযোগী অধ্যাপককে অব্যাহতি
দ্বাদশ সংসদ কাঁপানো হারুন যে আসন থেকে লড়বেন

ঢামেকে নারী চিকিৎসককে নিয়ে অশালীন মন্তব্য, সহযোগী অধ্যাপককে অব্যাহতি

অনলাইন ডেস্ক

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে অ্যানেস্থেশিয়া বিভাগের এক নারী চিকিৎসকের অভিযোগের ভিত্তিতে নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মুহাম্মদ শামসুল ইসলাম খানকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে ঘটনাটি তদন্তে তিন সদস্যের উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে নিউরোসার্জারি বিভাগ এক জরুরি বিভাগীয় বৈঠকে বসে এই সিদ্ধান্ত জানায়।

এর আগে অ্যানেস্থেশিয়া বিভাগের চিকিৎসকরা ওই সহযোগী অধ্যাপকের অশালীন ও অপমানজনক মন্তব্যের প্রতিবাদে দেড় ঘণ্টা রুটিন অপারেশন বন্ধ রাখেন।

অভিযোগকারী নারী চিকিৎসক অ্যানেস্থেশিয়া বিভাগের রেসিডেন্ট ডা. নুসরাত নওশিন নওরিন। তার করা অভিযোগের কপি বিভাগীয় প্রধানের পক্ষ থেকে নিউরোসার্জারি বিভাগের প্রধানের কাছে পাঠানো হয়।

বিষয়টি পাওয়ার পর তাৎক্ষণিকভাবে নিউরোসার্জারি বিভাগ বৈঠকে বসে। বৈঠক শেষে বিভাগের পক্ষ থেকে জানানো হয়, অভিযোগে বর্ণিত মন্তব্য ও আচরণ সংশ্লিষ্ট চিকিৎসকের ব্যক্তিগত আচরণ হতে পারে, যা বিভাগ কোনোভাবেই সমর্থন করে না। একই সঙ্গে বিভাগের পক্ষ থেকে এই ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য গভীর দুঃখ প্রকাশ’ করা হয়েছে।

নিউরোসার্জারি বিভাগের প্রধান প্রফেসর ডা. মো. জাহিদুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, বিভাগ পেশাগত নৈতিকতা, আন্তঃবিভাগীয় সম্মান ও রোগীর সেবার মান বজায় রাখতে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।

বৈঠক থেকে তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়— ১. অভিযোগ তদন্তের জন্য তিন সিনিয়র অধ্যাপকের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ২. তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সহযোগী অধ্যাপক ডা. মুহাম্মদ শামসুল ইসলাম খানকে নিউরোসার্জারি বিভাগের সব দায়িত্ব থেকে বিরত রাখা হয়েছে। ৩. অভিযোগকারী রেসিডেন্ট চিকিৎসক ডা. নুসরাত নওশিন নওরিনকে অন্য ইউনিটে পদায়ন করা হয়েছে।

বিভাগ জানিয়েছে, তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ