যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহর নিউইয়র্কের মেয়র নির্বাচনে বিজয়ী হওয়ার পর দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি বিশেষ বার্তা দিয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ৩৪ বছর বয়সী জোহরান মামদানি। নির্বাচিত হওয়ার পর প্রথম ভাষণে সমর্থকদের উদ্দেশে তিনি বলেছেন, ‘বন্ধুরা, আমরা একটি রাজনৈতিক রাজবংশকে উৎখাত করেছি। নিউইয়র্ক শহরের নতুন জন্ম হয়েছে।’
এই বিজয় বিশ্ববাসীকে দেখিয়েছে কীভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হারাতে হয়- এ কথা জানিয়ে তিনি বলেন, ‘ডোনাল্ড ট্রাম্পের কাছে বিশ্বাসঘাতকতার শিকার হওয়া এই জাতিকে এই শহর (নিউইয়র্ক) দেখিয়েছে কীভাবে তাকে হারাতে হয়।’ নিউইয়র্কের মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে। সামর্থের মধ্যে থাকা একটি শহরের পক্ষে রায় দিয়েছে।’
নির্বাচনের আগ মুহূর্তে জোহরান মামদানির বিজয় ঠেকাতে ভোটারদের প্রতি আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি, মামদানি মেয়র নির্বাচিত হলে কেন্দ্রীয় সরকারের অর্থ নিউইয়র্কে আসতে দিতে চাইবেন না বলেও হুঁশিয়ারি দেন। একই সাথে, নিজে রিপাবলিকান দলের হলেও ডেমোক্র্যাট পার্টির সদস্য যিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়েন, সেই অ্যান্ড্রু কুওমোকে সমর্থনের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। তবে তারপরও মামদানির বিজয় আটকাতে পারলেন না ট্রাম্প।
ট্রাম্প বলেছিলেন, ‘আপনি ব্যক্তিগতভাবে অ্যান্ড্রু কুওমোকে পছন্দ করুন বা না করুন, আপনার আসলে কোনো বিকল্প নেই। আপনাকে অবশ্যই তাকে ভোট দিতে হবে এবং আশা করি তিনি দুর্দান্ত কাজ করবেন।’ সোমবার সন্ধ্যায় সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এমন একটি পোস্ট করেছেন ট্রাম্প। লিখেছেন, ‘তিনি এটি করতে সক্ষম, মামদানি নন!’
এর আগে রোরবার একটি টেলিভিশন সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছিলেন, মামদানি নির্বাচিত হলে তিনি তার শহর নিউইয়র্কে ফেডারেল তহবিল পাঠানো বন্ধ করবেন। ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আপনার নিউইয়র্ক পরিচালনাকারী যদি একজন কমিউনিস্ট হয়, তাহলে প্রেসিডেন্ট হিসেবে আমার জন্য নিউইয়র্কে প্রচুর অর্থ দেওয়া কঠিন হবে, কারণ আপনি সেখানে পাঠানো অর্থ কেবল নষ্টই করছেন।’
আজ আমি যে মানুষ হয়েছি, তা তোমাদের জন্যই: মা-বাবার উদ্দেশে মামদানি
জোহরান মামদানি তার বিজয়ে ধন্যবাদ জানান স্ত্রী ও মা–বাবাকে। নির্বাচনে জয়ী ঘোষণার পর জোহরান মা-বাবার উদ্দেশে তিনি বলেন, ‘আজ আমি যে মানুষ হয়েছি, তা তোমাদের জন্যই। তোমাদের সন্তান হতে পেরে আমি গর্বিত।’
স্ত্রী রামাকে উদ্দেশ করে জোহরান বলেন, ‘এই মুহূর্তে ও জীবনের প্রতিটি মুহূর্তে তোমাকে পাশে পেতে চাই। এটাই আমার সবচেয়ে প্রিয় মুহূর্ত।’








