সর্বশেষ
বাস-মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেল একই পরিবারের ৫ জনের
পরিবেশবান্ধব যানবাহন ব্যবস্থা প্রবর্তনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বড় নিয়োগ
ভাত খেলে কি সত্যিই ওজন বাড়ে?
পাঁচ দলের বিপিএলের প্লেয়ার্স ড্রাফট ১৭ নভেম্বর
একটি রাজনৈতিক রাজবংশকে উৎখাত করেছি: মামদানি
আমিরাতে সিলেট ডিভিশনাল এফসি দুবাইয়ের জার্সি উন্মোচন
খসড়া টেলিযোগাযোগ অধ্যাদেশে ওটিটি ও সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণের বিধান
নির্বাচনে জোট না করলেও আমরা সমঝোতা করতে পারি: জামায়াত আমির 
১০ জনের বায়ার্নের কাছে পিএসজির হার
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
রাজধানীতে আজ কোথায় কী
দুপুরের মধ্যে ৬ জেলায় ঝড়বৃষ্টির আভাস
সফল ব্যক্তিরা সকালের নাশতার আগেই যেসব কাজ করেন
আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

পাঁচ দলের বিপিএলের প্লেয়ার্স ড্রাফট ১৭ নভেম্বর

অনলাইন ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর অনুষ্ঠিত হবে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি নিয়ে। গতকাল মঙ্গলবার বিপিএল গভর্নিং কাউন্সিলের সভায় দলগুলো চূড়ান্ত করা হয়েছে। গুলশানের নাভানা টাওয়ারে অনুষ্ঠিত সভা শেষে সংবাদ সম্মেলনে গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানান, চ্যাম্পিয়ন স্পোর্টসের ঢাকা ক্যাপিটাল, ট্রায়াঙ্গল সার্ভিস চট্টগ্রাম, টগি স্পোর্টস লিমিটেডের রংপুর রাইডার্স, নাবিল গ্রুপ অব ইন্ড্রস্ট্রিজের রাজশাহী ও জগলু অ্যান্ড ক্রিকেট উইদ সামিকে সিলেট ফ্র্যাঞ্চাইজি দেওয়া হয়েছে। আগামী পাঁচ বছরের জন্য ফ্র্যাঞ্চাইজি মালিকানা পেল প্রতিষ্ঠানগুলো।

বিপিএলে ফ্র্যাঞ্চাইজি হতে ১১টি প্রতিষ্ঠান আবেদন করেছিল। প্রাথমিক বাছাইয়ে বাদ পড়ে তিনটি দল– এসকিউ স্পোর্টসের চিটাগং কিংস, বাংলা মার্কের নোয়াখালী, মাইন্ড ট্রি লিমিটেডের খুলনা টাইগার্স। এক্সপ্রেস অব ইন্টারেস্টের (ইওআই) শর্ত পূরণ না করায় প্রতিষ্ঠান তিনটিকে অযোগ্য ঘোষণা করা হয়েছে বলে জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহসভাপতি ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য শাখাওয়াত হোসেন।

চূড়ান্ত যাচাই-বাছাই শেষে বাকি আট দলের মধ্য থেকে পাঁচটিকে ফ্র্যাঞ্চাইজি হিসেবে নির্বাচন করা হয়েছে। এতে করে আকাশ বাড়ি হলিডেজ ও রিসোর্টের বরিশাল, দেশ ট্রাভেলসকে রাজশাহী ও এসএস গ্রুপের কুমিল্লাকে ফ্র্যাঞ্চাইজি করা হয়নি। ফ্র্যাঞ্চাইজি মনোনয়নের ক্ষেত্রে তিনটি জিনিস দেখা হয়েছে বলে জানান শাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘আমরা আর্থিক সক্ষমতা, ইন্টিগ্রিটি এবং উদ্দেশ্য-লক্ষ্যকে গুরুত্ব দিয়েছি। সকল প্রক্রিয়া সম্পন্ন করে পাঁচটি দল বেছে নেওয়া হয়েছে। এই ফ্র্যাঞ্চাইজিদের একটি স্থায়ী নাম ঠিক করা হবে।’

বিপিএল গভর্নিং কাউন্সিল জানায়, নির্বাচিত ফ্র্যাঞ্চাইজি প্রতিটিকে পাঁচ দিনের মধ্যে বিসিবিকে ১০ কোটি টাকার ব্যাংক জামানত দিতে হবে ছয় মাসের জন্য।

এই প্রথম পাঁচ দল নিয়ে হবে বিপিএল। সময় স্বল্পতার কারণে টুর্নামেন্টটি কলেবরে ছোট রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বিসিবি কর্মকর্তারা। গত রাতের ব্রিফিংয়ে তারা জানান, ১৭ নভেম্বর প্লেয়ার্স ড্রাফ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিপিএল শুরুর সম্ভাব্য তারিখ ঠিক করা হয়েছে ১৯ ডিসেম্বর থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত। এবার দল কমে যাওয়ায় ম্যাচের সংখ্যাও কম হবে। আগের ফরম্যাটে খেলা হলে লিগ পর্বে ২০টি ম্যাচ খেলা হবে। সুপার ফোরে চারটি ম্যাচ। মোট ২৪টি ম্যাচ দেখা যাবে দ্বাদশ বিপিএলে। ফলে টিকিট বিক্রি, টিভি রাইটস ও গ্রাউন্ডস রাইট থেকে লভ্যাংশের যে ৩০ শতাংশ ফ্র্যাঞ্চাইজিদের দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটা খুবই কম হতে পারে।

বিপিএল

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ