বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন- যাদের জনগণ প্রত্যাখ্যান করেছে, তাদের আর জাতীয় রাজনীতিতে ফিরে আসার সুযোগ নেই। তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদের নানা হুমকি-ধামকি জনগণ রাস্তায় নেমে প্রতিহত করেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীর দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘যাকে বাংলাদেশে অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়েছে, সে কীভাবে পার্শ্ববর্তী দেশের গণমাধ্যম ব্যবহার করে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিতে পারে?’ তিনি আশ্বস্ত করে বলেন, রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবে।
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে আটদলীয় জোটের নেতাকর্মীরা নাশকতা প্রতিরোধে রাজপথে সক্রিয় রয়েছে। অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের যে অগ্রযাত্রা শুরু হয়েছে, সেটিকে বাধাগ্রস্ত করতে পরাজিত ফ্যাসিবাদী শক্তি নাশকতার চেষ্টা চালাচ্ছে। রাজধানীর ১৪টি স্থানে জামায়াতের নেতাকর্মীরা সংগঠিতভাবে অবস্থান নিয়ে জনগণকে আওয়ামী নাশকতা থেকে সুরক্ষিত রেখেছে।
জুলাই সনদ বাস্তবায়নে দ্রুত আদেশ জারি ও নভেম্বরে গণভোট আয়োজনের দাবি জানিয়ে তিনি বলেন, যত দ্রুত গণভোট হবে, তত দ্রুত শান্তিপূর্ণ জাতীয় নির্বাচনের পথ প্রশস্ত হবে। গণভোটে বিলম্ব হলে দেশবিরোধী চক্রান্তকারীরা অস্থিরতা সৃষ্টি করার সুযোগ পাবে।
শেখ হাসিনার রায়ের তারিখ ঘোষণাকে স্বাগত জানিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘বিএনপির প্রতি আহ্বান—জাতীয় ঐক্যের মাধ্যমে পলাতক ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে হবে। এজন্য তাদের উদার মনোভাব দেখাতে হবে এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের চেতনায় অটল থাকতে হবে।’
তিনি আরও যোগ করেন, জামায়াতের মতে, বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালিত হচ্ছে।






