সর্বশেষ
কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া
আলাস্কায় ৭ মাত্রার ভূমিকম্প, কাঁপল কানাডাও
আজ থেকে জুলাই আন্দোলনে নিহত ১৮২ মরদেহ উত্তোলন শুরু
রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
গোয়ায় নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড, অন্তত ২৩ জনের মৃত্যু
যেসব আমলে দ্বিগুণ প্রতিদান পাওয়া যায়
ভারতে শেখ হাসিনার অবস্থান ব্যক্তিগত সিদ্ধান্ত: জয়শঙ্কর
‘খালেদা জিয়াকে নিয়ে কোনও প্রেক্ষাপট হলে নির্বাচন বিবেচনা করবে কমিশন-সরকার’
রাগের সঙ্গে রক্তচাপের কি কোনো সম্পর্ক আছে? যা বলছে গবেষণা
অলিখিত ‘ফাইনালে’ মাঠে নামছে ভারত-দক্ষিণ আফ্রিকা
শীতে গোসল করার উপযুক্ত সময় কোনটি?
কোনো শক্তিই হিজবুল্লাহকে নিরস্ত্র করতে পারবে না: নাঈম কাসেম
দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়, আরও শৈত্যপ্রবাহের আভাস
পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি
আজ ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

একই বাসে মাঠে যাওয়া, হ্যান্ডশেক কোলাকুলিতে উচ্ছ্বসিত ভারত-পাকিস্তান

অনলাইন ডেস্ক

অবশেষে দেখা গেল সেই দৃশ্য। খেলা শেষে হাত মেলাচ্ছেন ভারত ও পাকিস্তানের ক্রিকেটাররা। প্রতিবেশী দুই দেশের ক্রিকেটারদের মধ্যকার এমন দৃশ্য দেখে মন ছুঁয়ে গেছে ভক্ত-সমর্থকদের।

সদ্য শেষ হওয়া ছেলেদের এশিয়া কাপে ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানের ক্রিকেটাদের সঙ্গে হ্যান্ডশেক করাতো দূরে থাক! পাকিস্তানি বলে শাহিন শাহ আফ্রিদিদের সঙ্গে সৌজন্যতাও দেখায়নি সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল।

একই চিত্র দেখা গেছে সদ্য শেষ হওয়া নারীদের ক্রিকেট বিশ্বকাপেও। ভারত বিশ্বকাপ জিতলেও পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে অসৌজন্য মূলক আচরণের কারণে দর্শকদের মন জয় করতে পারেনি।

অথচ দৃষ্টিহীন নারী ক্রিকেটারদের প্রতিযোগিতায় ভারত-পাকিস্তান উভয় দলের ক্রিকেটাররা একে অপরের সঙ্গে হ্যান্ডশেক করেছেন।

শ্রীলংকায় চলছে দৃষ্টিহীন নারী ক্রিকেটারদের প্রথম টি-টোয়েন্টি টুর্নামেন্ট। সেখানে মুখোমুখি হয় ভারত-পাকিস্তান দুই প্রতিবেশী দল।

রোববার টসের পর দুই দলের অধিনায়ক হাত মেলাননি। তখন মনে হয়েছিল, এই ম্যাচেও হয়তো সেই চেনা ছবি দেখা যাবে। কিন্তু খেলাশেষে ছবিটা বদলে গেল। দুই দলের ক্রিকেটাররা হাসিমুখে একে অপরের সঙ্গে হাত মেলালেন। অনেকে প্রতিপক্ষ ক্রিকেটারকে জড়িয়েও ধরলেন।

ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে ভারত। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রান করে পাকিস্তান। জবাবে ১০.২ ওভারেই ৮ উইকেটের জয় নিশ্চিত করে ভারত।

খেলা শেষে পাকিস্তানের অধিনায়ক নিমরা রফিক ভারতীয় দলকে শুভেচ্ছা জানান। ভারতের অধিনায়ক টিসি দীপিকাও পাকিস্তানি ক্রিকেটারদের প্রশংসা করেছেন।

পরে জানা যায়, হোটেল থেকে একই বাসে মাঠে গিয়েছিল দুই দল। ভারত-পাকিস্তানের এই খেলা শ্রীলংকার টেলিভিশনে সম্প্রচার করা হয়।

সূত্র: আনন্দবাজার

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ