সর্বশেষ
আলী রীয়াজকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নিয়োগ
কেন্দ্রীয় ঈদগাহের পাশে ড্রাম ভর্তি খণ্ডিত মরদেহ উদ্ধার
‘ঢাকা লকডাউন’ ঘিরে সতর্ক নগরবাসী
জরুরি বৈঠক ডাকল এনসিপিও
প্রধান উপদেষ্টা স্বাক্ষরিত জুলাই সনদ লঙ্ঘন করেছেন: সালাহউদ্দিন
চুয়াডাঙ্গার সাবেক মেয়র ঢাকায় আটক
ধামরাই যুবদলের মোটরসাইকেল শোডাউন 
দেশের অর্থনীতির চালিকাশক্তি কৃষি খাত: কৃষি সচিব
বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ
‘যত দ্রুত গণভোট হবে, তত দ্রুত শান্তিপূর্ণ নির্বাচনের পথ প্রশস্ত হবে’
উচ্চকক্ষে পিআর, সংসদের প্রথম ১৮০ দিনে সংবিধান সংশোধন
পাকিস্তান ম্যাচে ফাটল মাথা, হাসপাতালে তারকা
জামায়াতসহ সমমনা ৮ দলের বিক্ষোভ সমাবেশ
ঢাকাসহ বিভিন্ন জেলায় আরও ৬ যানবাহনে আগুন
আ.লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

বিচারের দাবিতে রাতভর গণ-অবস্থানে স্বস্তিকা

অনলাইন ডেস্ক

পশ্চিমবঙ্গের আরজি কর হাসপাতালে এক তরুণী চিকিৎসকের ধর্ষণের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে কয়েকদিন ধরেই উত্তাল কলকাতা। লাগাতার বিভিন্ন কর্মসূচি দিচ্ছেন আন্দোলনকারীরা। এরই অংশ হিসেবে রোববার (১ সেপ্টেম্বর) রাতেও রাজপথে নেমেছেন টলিউডের তারকা শিল্পীরা।

কলেজ স্কয়ার থেকে ধর্মতলা। ফের ‘রাত দখল’। এভাবেই রোববার পায়ে পা মেলালো জনতা। শেষে ধর্মতলায় সমাবেশ। সেখান থেকেই সাধারণ থেকে তারকা প্রত্যেকের বার্তা, ‘শেষ দেখে ছাড়ব।’

ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায় যে, কথা ছিল নিজেদের দাবি দাওয়া, বক্তব্য পেশ, গানের সুর-নাচের তালে, মূকাভিনয়ের ছন্দে প্রতিবাদ চলবে। কিন্তু রাত জাগার কোনো পরিকল্পনাই ছিল না। সন্ধ্যা নামতেই পরিস্থিতি বদলায়। রাতভর গণ-অবস্থান কর্মসূচি পালন করেন স্বস্তিকা মুখোপাধ্যায়, উষসী চক্রবর্তী, সোহিনী সরকার, দেবলীনা দত্তরা। সবার সঙ্গে রাত জেগেছেন টলিউডের এই খ্যাতনামীরা।

এ কর্মসূচি চলে ভোর ৪টা পর্যন্ত। পথেই বসে পড়েছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়, বিদীপ্তা চক্রবর্তীরা। তাঁদের ঘিরে ছিলেন বিরসা দাশগুপ্ত, সুদীপ্তা চক্রবর্তী, দেবলীনা দত্ত, রাতাশ্রী দত্তসহ আরও অনেকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই কর্মসূচির ব্যাপারে স্বস্তিকা লিখেছেন, ‌‘আসুন। গণঅবস্থান। ধর্মতলা। এখন।’

এদিকে, তখন গণমাধ্যমে বিরসা জানিয়েছিলেন, পাঁচ দফা দাবিতে রাজ্যের স্বাস্থ্য, শিক্ষা, নারী ও শিশু শিক্ষা দপ্তর এবং পরিবহন মন্ত্রণালয়ে ই-মেইল করা হয়েছে। জবাবের অপেক্ষায় রয়েছেন তাঁরা। যতক্ষণ পর্যন্ত না জবাব মিলছে, উঠবেন না কেউ।

এ সমাবেশে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের স্ত্রী মধুরিমার মূকাভিনয় দলের শিল্পীরা তাঁদের মতো করে প্রতিবাদ জানান। উপস্থিত প্রত্যেকে গলা মেলান অরিজিৎ সিংয়ের গাওয়া গানে।

আরজি করকাণ্ডের প্রতিবাদে এই ‘মহামিছিল’-এর আয়োজক ‘আমার তিলোত্তমা’ মঞ্চ। এতে পা মেলান অপর্ণা সেন, সৃজিত মুখোপাধ্যায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়, মধুরিমা গোস্বামী প্রমুখ। মিছিলে হাঁটতে হাঁটতেই তাঁরা দাবি জানান, ‘৫ সেপ্টেম্বরের অপেক্ষা। তার মধ্যে জবাব মিললে ভালো। নইলে প্রয়োজনে আরও বড় আন্দোলন।’

পাশাপাশি আরও বেশ কিছু কর্মসূচির ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। আজ ২ সেপ্টেম্বর লালবাজার অভিযান, ৪ সেপ্টেম্বর রাত ৯টায় ঘরের আলো নিভিয়ে মোমবাতি হাতে রাস্তায় নামার আহ্বান জানানো হয়েছে।

বিনোদন ডেস্ক

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ