সাম্প্রতিক সময়ে আওয়ামীপন্থী শিল্পী-সাংবাদিকদের গোপন হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’ এখন বেশ কিছু স্ক্রিনশট ফাঁস হয়েছে। এতেই সমালোচিত হচ্ছেন শিল্পীরা। কারণ ওই চ্যাটগ্রুপে এমন কিছু নির্দেশ দেওয়া হয়েছে, যা ছিল অশিল্পীসুলভ।
গ্রুপের স্ক্রিনশট প্রকাশ্যে আসার পরই তা ইতিমধ্যেই বিষয়টি নিয়ে কথা বলেছেন ছাত্র-জনতার যৌক্তিক আন্দোলনে সমর্থন দেওয়া শিল্পীরা। শুধু তাই নয়, কথা বলেছেন ‘আলো আসবেই’ গ্রুপে থাকা শিল্পীরাও। কেউ আবার গ্রুপে যুক্ত হওয়ার কারণে ক্ষমাও চেয়েছেন।
এবার বিষয়টি নিয়ে কথা বললেন চিত্রনায়িকা মৌসুমী। সুদূর আমেরিকা থেকে এই অভিনেত্রী বললেন, ‘একজন শিল্পী রাজনীতিতে প্রত্যক্ষভাবে সক্রিয় বা নিষ্ক্রিয় থাকবে কিনা তা নির্ভর করে তার মনস্তাত্ত্বিক ও ব্যক্তিসত্তার ওপর। তবে সাধারণ মানুষ বা শিল্পী কেউই রাজনীতিকে উপেক্ষা করতে পারে না। কোনো শিল্পী বা রাজনৈতিক দল যদি গণমানুষের কথা না বলে তাহলে সাধারণ জনগণ তাকে ছুঁড়ে ফেলবে এটাই স্বাভাবিক। রাজনীতিকে কেন্দ্র করে ক্ষমতার দাপটে যেসব শিল্পীরা মানবতা লঙ্ঘন করে জাতির কাছে নিচুতার পরিচয় দিয়েছেন। তাদের জন্য আমার শিল্পী পরিচয় আজ লজ্জার।’
উল্লেখ্য, এর আগে মৌসুমীর স্বামী ও চিত্রনায়ক ওমর সানী রাজনৈতিক প্রতিহিংসার কথা তুলে ধরেছিলেন।একফ্রেমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জোবাইদা রহমানের সঙ্গে চিত্রনায়িকা মৌসুমীর ছবি থাকায় তিনি ও তাঁর পরিবারকে বারবার হেনস্থার মুখোমুখি হতে হয়েছে। এমনকি চলচ্চিত্রের কোথাও তাদের অবস্থান করতে দেওয়া হয়নি বলে জানান এ সানী।