সর্বশেষ
বোরো ধানের নমুনা শস্য কর্তন শুরু
ওটিটিতে মুক্তি পেল তাসনিয়া ফারিণের প্রথম সিনেমা
ভিসা ইস্যু নিয়ে যে বার্তা দিল ঢাকার মার্কিন দূতাবাস
নিজেদের ভুল বোঝাবুঝিতে ফ্যাসিবাদ সুযোগ নেবে: রিজভী
কাতার সফরে প্রধান উপদেষ্টার সঙ্গী হচ্ছেন চার নারী ক্রীড়াবিদ
হিন্দু নেতাকে অপহরণের পর হত্যা, যা বলল ভারত
আওয়ামী লীগের মিছিল নিয়ে কড়া বার্তা হাসনাতের
এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয়: নাহিদ ইসলাম
দেরি করে পৌঁছানোয় স্বপ্নভঙ্গ ওদের
নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ
নির্বাচনের জন্য এখনই আন্দোলনের প্রয়োজন দেখছে না বিএনপি
বিলাসবহুল অফিস ও বন্দর কমিটি নিয়ে যা বললেন হান্নান মাসউদ
শাহজাদপুরে যুবদল কর্মীকে হত্যার অভিযোগ
ফ্যাসিস্ট হাসিনাকে আশ্রয় দেওয়া প্রমাণ করে ভারত গণতান্ত্রিক রাষ্ট্র নয়: দুদু
‘শুভ কাজে সবার পাশে’ স্লোগানে বসুন্ধরা শুভসংঘের মনপুরা উপজেলা কমিটি গঠিত

পোশাক ও গয়নায় বিজেন্সের জমকালো শারদ আয়োজন

অনলাইন ডেস্ক

দেশীয় অনলাইনভিত্তিক ফ্যাশন ব্র্যান্ড বিজেন্স এনেছে শারদ সংগ্রহ ২০২৪। শাড়ি, থ্রি-পিস, পাঞ্জাবি ও গয়নায় সাজানো হয়েছে আকর্ষণীয় এই পূজাসংগ্রহ।

আসছে দুর্গাপূজা। প্রতিবছরই উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পালন করা হয় এই উৎসব। সব বয়সী মানুষই নিজেকে বিশেষ সাজে উপস্থাপন করতে চান। ষষ্ঠী থেকে দশমী-পাঁচ দিনের এই উৎসব আনন্দময় করতে প্রতিবছরের মতো এবারও দেশীয় ফ্যাশন হাউসগুলো হাজির হচ্ছে আকর্ষণীয় শারদসংগ্রহ নিয়ে। পূজামণ্ডপ দেখা, বন্ধুদের সঙ্গে আড্ডা, ঘুরে বেড়ানো আর নিমন্ত্রণ রক্ষা-চাই আকর্ষণীয় ও রুচিশীল সাজপোশাক। এটা মাথায় রেখে পূজার সংগ্রহ সাজিয়েছে অনলাইনভিত্তিক ফ্যাশন ব্র্যান্ড বিজেন্স।

বাঙালির উৎসব কি শাড়ি ছাড়া জমে? একেবারেই নয়। তাই তো এই শারদসংগ্রহে আলাদা করে নজর কাড়ছে শাড়ি। শাড়ির সংগ্রহে গুরুত্ব পেয়েছে অ্যাকুয়া সিল্ক, হাফসিল্ক ও সুতি। দুর্গাপূজায় লাল শাড়ির চাহিদা স্বাভাবিক। বিশেষ করে দশমীতে। বিজয়ার সাজে বেছে নিতে পারেন বিজেন্সের সাবেকিয়ানা শাড়ি। অ্যাকুয়া সিল্কের অফ হোয়াইট জমিনে সোনালি ব্লক প্রিন্টের এই শাড়িতে মাত্রা যোগ করেছে লাল কাতান পাড়।

‘রাধাতিলক’, ‘আনার’, ‘মোক্ষদায়িনী’, ‘রেখা’, ‘আতর’, ‘শিশিরা’ ও ‘ফেয়ারি’ এসব নামে আরও কিছু লাল শাড়িও আছে বিজেন্সের এবারের সংগ্রহে। নামের মতো নকশাও বৈচিত্র্যময়। লালচে মেরুন রাধাতিলকের সেমি সিল্ক জমিন আর পাড়জুড়ে ব্লক প্রিন্ট। আনারও লালচে মেরুন; তবে এর বিশেষত্ব হলো, হ্যান্ডলুম হাফসিল্ক।  লাল সেমি সিল্ক জমিনে একই রঙের ব্লক প্রিন্ট আর পাড়ে সোনালি ব্লক প্রিন্টে নকশা ফুটিয়ে তোলা হয়েছে মোক্ষদায়িনীতে।

রেখা হলো কালো স্ট্রাইপড সিল্ক শাড়ি। মিহি বুননের আতরের সবুজ হাফ সিল্ক শাড়ি জমিনজুড়ে সোনালি ও লাল ব্লক প্রিন্টে ফুটিয়ে তোলা হয়েছে ডিজাইন। নজর কেড়েছে আঁচলের ট্যাসেল। শিশিরা ও ফেয়ারির হালকা রঙের ব্লক প্রিন্ট করা স্নিগ্ধ শাড়িগুলোও নজর কাড়বে। সব কটি শাড়ির সঙ্গেই আছে ব্লাউজপিস। মানিয়ে যাবে পূজার যেকোনো দিনের আয়োজনে। এই শারদসংগ্রহে সবুজ, সাদা, আকাশি, বাদামিসহ নানা রঙের আড়ম্বরপূর্ণ আরও বেশ কিছু শাড়ি রেখেছে বিজেন্স।

যাঁরা শাড়ি পরতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, তাঁরা বেছে নিতে পারেন বিজেন্সের থ্রি-পিসগুলো। সেলাই করা আর সেলাইবিহীন—দুই রকমই পাওয়া যাবে। সেমি সিল্ক আর সুইস কটনের ওপর ব্লকের নকশা করা। বিভিন্ন ফ্লোরাল মোটিফ, জামদানি মোটিফ ফুটিয়ে তোলা হয়েছে ব্লকের নকশায়। কিছু এক রঙের সালোয়ার-কামিজও আছে এই শারদসংগ্রহে, যা বেশ মানিয়ে যাবে যেকোনো দাওয়াত বা আড্ডায়। পরা যাবে অফিস আর ক্যাম্পাসেও।

পূজার দিনগুলোতে যেমন জমকালো পোশাক চাই, তেমনি প্রয়োজন স্বস্তিদায়ক পোশাকও। পূজার বিশেষ সংগ্রহ হিসেবে পাঞ্জাবি রেখেছে বিজেন্স। পরতে পারবে ছেলেমেয়ে সবাই। বাচ্চাদের জন্য কিনতে হলে অর্ডার করতে হবে।
যেকোনো উৎসবেই বিশেষ গুরুত্ব দিয়ে আনা হয় কাপল সেট। বিজেন্সের সংগ্রহেও শাড়ি-কামিজের নকশার সঙ্গে মিল রেখে করা হয়েছে ছেলেদের পাঞ্জাবি। এ ছাড়া যোগ হয়েছে কিছু সিঙ্গেল কুর্তি আর লং ড্রেস।

শুধু পোশাক নয়, এই ফ্যাশন ব্র্যান্ড বিশেষ গুরুত্ব দিয়েছে গয়নায়। পুঁতি, রুদ্রাক্ষ ও তামার আকর্ষণীয় সব গয়না নিয়ে তাদের আয়োজন। নিজস্ব নকশার এসব গয়না জনপ্রিয়তা পেয়েছে বেশ, জানান বিজেন্সের স্বত্বাধিকারী নুসরাত জাহান জিসা।
এই পূজাসংগ্রহে বিজেন্স আবার দিয়েছে বিশেষ অফার। এক হাজার টাকার বেশি মূল্যের যেকোনো পোশাকে থাকছে ৫ শতাংশ পর্যন্ত ছাড়। দুটি পোশাকে ১০ শতাংশ আর তিনটিতে ৩০ শতাংশ ছাড়। নির্দিষ্ট কিছু শাড়ি কেনাকাটায় ২০ শতাংশ ছাড়ের লোভনীয় অফারও আছে। নির্দিষ্ট টাকার গয়না কেনাকাটায় ডেলিভারি চার্জ ফ্রির মতো সুযোগও থাকছে।

বিজেন্সের জিসা জানান, জুলাই ও আগস্টজুড়ে দেশের অস্থিতিশীল পরিস্থিতির প্রভাব পড়েছে সবকিছুতে। অনলাইনভিত্তিক ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকেও মাসখানেক কাজ বন্ধ রাখতে হয়। বর্তমানে সবাই মৌলিক চাহিদা মেটাতেই ব্যস্ত। তবু উৎসবে কেনাকাটায় উৎসাহিত করতেই অফার দেওয়া হয়েছে। ক্রেতাদের কথা মাথায় রেখেই ডিজাইন করা হয়েছে প্রতিটি পোশাক, যাতে সেটা তাঁদের ক্রয়সাধ্যের মধ্যে থাকে, বলেছেন জিসা।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ