সর্বশেষ
ফিরোজার পথে খালেদা জিয়া, নেতাকর্মীদের ঢল
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি
টেলিগ্রামে প্রতারণার ফাঁদ, নিরাপদ থাকবেন যেভাবে
বিদায়ক্ষণে ছেলের সঙ্গে কী কথা হলো খালেদা জিয়ার
সিরিয়ার আকাশে ইসরাইলি বিমান, প্রতিহতের চেষ্টা তুরস্কের
২১ দেশে ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ যুক্তরাষ্ট্রের
খালেদা জিয়ার জন্য প্রস্তুত ‘ফিরোজা’, অপেক্ষায় নেতাকর্মীরা
১৭ বছর পর দেশে ফিরছেন জোবাইদা রহমান
৬ মে–তে এবার কোন ইতিহাস লিখবে বার্সা?
বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে বিএনপির কর্মী-সমর্থকদের ঢল
গ্রীষ্মকালীন স্কিন কেয়ার ট্রেন্ড: স্লাগিং কতটা কার্যকর
টালিউড, ঢালিউড আর দক্ষিণে সমান আবেদন ছড়াচ্ছেন এই বং সুন্দরী
রাজধানীসহ যে ১০ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আভাস
কোরআনে মহানবী (সা.)-এর অনুপম চরিত্র প্রসঙ্গ
আজ থেকে নতুন দামে বিক্রি হবে স্বর্ণ

কোন ফল কতটুকু খেলে কমবে ওজন

অনলাইন ডেস্ক

ওজন কমানোর পুরো প্রক্রিয়ায় ডায়েটের ক্ষেত্রে আমরা ফলের ওপর অনেকাংশে নির্ভর করি। ক্যালরি মেপে দিনে কোন ফল কতটুকু খেতে হবে জেনে নেওয়া যাক আজ। সুস্থ জীবনের জন্য ওজন নিয়ন্ত্রণের কোনো বিকল্প নেই। ওজন কমাতে আমাদের শরীর ও জীবনযাপনের ধরন বুঝে ডায়েট করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। আর ওজন নিয়ন্ত্রণে আনতে সারা দিনের খাদ্যতালিকায় বিভিন্ন রকমের ফল থাকতেই হয়। রসাল, পানি ও আঁশযুক্ত বলে ফল পেট ভরায় কম ক্যালরিতে। সেই সঙ্গে পেট ভরা থাকার অনুভূতি দেয়। আবার ফলের মনকাড়া রংরূপ, ফ্লেভার আর স্বাদ সারা দিন ডায়েটে থাকার একঘেয়েমি দূর করে দেয়।

বাড়তি পাওয়া হিসেবে মেলে ভিটামিন আর খনিজ লবণের পাশাপাশি বিভিন্ন জরুরি ফাইটোনিউট্রিয়েন্টস। ফলে থাকা চিনি সাধারণ সাদা চিনির মতো ক্ষতিকর নয়। তাই সাধারণত ফল খেতে সেভাবে বারণ নেই ডায়েটে। বরং মিষ্টি কিছু খাওয়ার জন্য মন আনচান করলে ফল খেতে বলেন পুষ্টিবিদেরা। তবে নির্দিষ্ট লক্ষ্যের ওজনের জন্য কোন ফল দিনে কতটুকু খেতে হবে তা জেনে খাওয়া উচিত। এতে ওজন নিয়ন্ত্রণে সুবিধা হবে।

আপেল

দিনে এক থেকে দুটি মাঝারি সাইজের আপেল খাওয়া যায়। সকালের নাশতা বা বিকেলের স্ন্যাকসে আপেল রাখতে পারেন। মাঝারি সাইজের ২০০ গ্রাম ওজনের আপেলে ১০০ ক্যালরি থাকে।

লেবু

একটি বড় তাজা লেবুর রসে ১২ ক্যালরি থাকে। অ্যাসিডিটির সমস্যা হলে দিনে দুটির বেশি না খেলেই ভালো। হালকা গরম পানিতে লেবু চিপে সকাল সকাল পান করা যায়। সঙ্গে একটু মধু দেওয়া যেতে পারে।

তরমুজ

এখন সারা বছরই তরমুজ মেলে বাজারে। ওজন নিয়ন্ত্রণের জন্য এটি এক আদর্শ ফল বলে বিবেচিত। নামেই বোঝা যায় এতে জলীয় অংশ বেশি, যা কোনো ক্যালরি যোগ করে না দেহে। এর প্রায় ৯১ শতাংশই পানি। কোলেস্টেরল বা ফ্যাটের লেশমাত্র নেই তরমুজে। ১০০ গ্রাম তরমুজে মাত্র ৩০ ক্যালরি। তাই সকাল ও বিকেলের নাশতায় নিশ্চিন্তে খাওয়া যায় ৩০০ গ্রাম পর্যন্ত।

আনারস

ভিটামিন সি যুক্ত এ ফলটি রোগ তাড়াতে মহৌষধ হিসেবে বিবেচিত। এ ছাড়া হজমেও সহায়তা করে আনারস। ১০০ গ্রাম আনারসে ৫০ ক্যালরি থাকে। দিনে খেলেই ভালো এ ফল। আর দৈনিক এক কাপ হচ্ছে এর আদর্শ পরিবেশনার পরিমাণ।

আনার

শরীরের জন্য আনার বা ডালিম খুবই ভালো। এর চোখজুড়ানো দানাগুলোর আধা কাপে ৭০ ক্যালরি থাকে। দিনে ১ থেকে ২ কাপ খাওয়া যায় এটি। আনারের দানা চিবালে ক্ষতিকর এলোমেলো খাবারের ক্রেভিং হয় না। তবে স্ন্যাক হিসেবে একবারে এক কাপের বেশি না খেলেই উত্তম।

কমলালেবু

১৩০ গ্রাম ওজনের একটি মাঝারি কমলালেবুতে ৬১ ক্যালরি থাকে। দিনে দুই থেকে তিনটি খাওয়া যায়। সকাল, বিকেল, রাত কখনোই মানা নেই।

কলা

কলা ফল হলেও এটি খুবই উচ্চ ক্যালরিসম্পন্ন। মিষ্টি আর শর্করা বেশি থাকলেও ওজন নিয়ন্ত্রণ করতে কলার উপকারী ভূমিকা আছে। তার কারণ এতে আঁশ তো আছেই, এর শর্করা হজম হতে সময় ও ক্যালরি খরচ হয়। একটি মাঝারি কলায় ১০৫ ক্যালরি থাকে। দিনে দু–একটি খাওয়াই যায়, বিশেষ করে ব্যায়ামের আগে খেলে মিলবে প্রয়োজনীয় শক্তি।

তথ্যসূত্র: হেলথলাইন

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ