পূজা চেরি। চিত্রনায়িকা। গত ঈদে মুক্তি পায় তাঁর অভিনীত ছবি ‘লিপস্টিক’। ছবিটি ফের মাল্টিপ্লেক্সে প্রদর্শিত হচ্ছে। এ ছাড়াও নতুন কাজের প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেত্রী। সাম্প্রতিক ব্যস্ততা ও অন্যান্য প্রসঙ্গ নিয়ে কথা হয় তাঁর সঙ্গে।
লিপস্টিক ছবিটি স্টার সিনেপ্লেক্সে প্রদর্শিত হচ্ছে। কিন্তু মুক্তির সময় ছবিটি হল তেমন পায়নি…
লিপস্টিক সিনেমার গল্পটি দারুণ। মুক্তির সময়ই বলেছিলাম আমার ক্যারিয়ারের সবচেয়ে ভালো কাজের একটি হচ্ছে এই সিনেমা। অথচ সারা দেশের দর্শকের কাছে ছবিটি নিয়ে যাওয়া সম্ভব হয়নি তখন। কিছুটা হল জটিলতায় পড়েছিল। তবে ভালো কিছু হলে মানুষের কাছে সেটা আজ না হোক কাল পৌঁছাবেই। মুক্তির এতদিন পর ছবিটি আবার দর্শকদের কাছে পৌঁছাচ্ছে। এটা ভালো লাগার।
নতুন কাজের খবর আছে?
আমি সবসময়ই দর্শকদের ভালো কাজ উপহার দিতে চেয়েছি। তবে আপাতত নতুন কোনো কাজের খবর দিতে পারছি না। বেশ কয়েকটি কাজের আলাপ-আলোচনা হয়ে আছে। কবে শুটিংয়ে ফিরব সে বিষয়ে এখনও চূড়ান্ত তারিখ বলতে পারছি না। ছাত্র আন্দোলনের আগে একটা কাজের শুটিং শুরু করার কথা ছিল। কিন্তু দেশের পরিস্থিতি উত্তাল থাকায় সেটা শুরু করা সম্ভব হয়নি। সব মিলিয়ে আমিও নতুন কাজের অপেক্ষায় আছি।
বিগত সরকারের আমলে অনেক শিল্পীই সুবিধাবাদী বলে এখন পরিচিতি পাচ্ছেন। এ নিয়ে চলচ্চিত্রাঙ্গনে একটা অস্থিরতাও চলছে। এটাকে কীভাবে দেখছেন আপনি?
শিল্পীদের কাজ হবে শুধু শিল্পচর্চাটাই করা। আমি কোনো সুবিধাবাদীদের দলে নেই। আমি কাজটাই করে যেতে চেয়েছি। আমি মনে করি, যেটা সত্য সেটার পক্ষে থাকা উচিত, আর আমি আসলে সত্যের পক্ষে থাকতে পছন্দ করি।
ছাত্র আন্দোলনের জের ধরে বিগত সরকারের পতনের পর যে নতুন বাংলাদেশ দাবি করা হচ্ছে, এই বাংলাদেশ আপনার কাছে কেমন লাগছে?
আমার সবকিছু ভালো লাগে, নতুন বাংলাদেশে পুরাতন বাংলাদেশ। সবকিছু মিলিয়ে বাংলাদেশকে আমার খুব ভালো লাগে। আমি চাই, দেশ শান্তির হোক। আমরা সবাই যেন নিরাপদে কাজ করতে পারি। জীবনটা নিরাপদে যাপন করতে পারি। সব কিছুর দাম সাধারণ মানুষের সাধ্যের মধ্যে থাকে।
এই যে সেন্সরবোর্ড, চলচ্চিত্র জুরিবোর্ড নতুন করে কমিটি গঠন করা হলো। এটাকে কীভাবে দেখছেন?
আমি খুব বড় মানুষ না। এ বিষয় নিয়ে মন্তব্য করবে আমার চলচ্চিত্রবিষয়ক বড় মানুষরা। এ বিষয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না। তবে আমি চাইব এসব জায়গায় যোগ্য লোকেরা বসুক। আর যারা বসছেন, তারা অবশ্যই যোগ্য লোক। কোনো না কোনো যোগ্যতার বিচারেই তাদের বসানো হয়েছে।