জাপানের ইশিকাওয়া প্রিফেকচারে অতিবৃষ্টিজনিত বন্যা ও ভূমিধসে অন্তত ৬ জন নিহত হয়েছেন। এখনও নিখোঁজ রয়েছেন ১০ জন। বন্যায় এই অঞ্চলের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওয়াজিমা ও সুজু শহর। শনিবার থেকে শুরু হয়ে এই প্লাবন সোমবার আন্তর্জাতিক সময় ৩টা পর্যন্ত স্থায়ী হয়েছে। খবর বিবিসির
প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক ডজন নদীর পানি দুতীরে উপচে পড়েছে। ফলে পার্শ্ববর্তী অসংখ্য রাস্তা পানিতে ডুবে গেছে।
শনিবার জাপানের আবহাওয়া সংস্থা ইশিকাওয়াতে সর্বোচ্চ সতর্কতা সংকেত জারি করেছিল। পরদিন একে সাধারণ সতর্কতার পর্যায়ে নামিয়ে আনা হয়। তবে সোমবার দুপুর পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস থাকায় জনগণকে সদাসতর্ক থাকার আহ্বান জানানো হয়।
হোকুরিকু ইলেকট্রিক পাওয়ার কোম্পানি জানিয়েছে, সোমবার প্রায় চার হাজার বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল।
ইশিকাওয়ার ওয়াজিমা, সুজু, নোতোসহ চার শহরের ৪০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।