পাকিস্তানের ধারাবাহিক নাটক আর সিনেমার সবচেয়ে জনপ্রিয় মুখ মাহিরা খান। তাঁর জনপ্রিয়তা এখন নিজ দেশের গণ্ডি পেরিয়ে সারা উপমহাদেশে ছড়িয়ে গেছে। ভারতে তো রীতিমতো ক্রেজ চলে তাঁকে নিয়ে। শুধু মাহিরার নাটক বা সিনেমা নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তাঁর ছবি নিয়েও চলে জোর আলোচনা ও প্রশংসা। আর বলতেই হয়, মাহিরার ফ্যাশন সেন্স এক কথায় দুর্দান্ত। সালওয়ার-কামিজ, শাড়ি, লেহেঙ্গা আর পশ্চিমা পোশাকসহ সবকিছুতেই অত্যন্ত স্বচ্ছন্দ তিনি। দীর্ঘাঙ্গী এই অভিনেত্রীর মুখশ্রী অত্যন্ত আকর্ষণীয়। সেই সঙ্গে ফিগারও চমৎকার। খুব সহজেই মানায় তাঁকে যেকোনো পোশাকে। নিজ দেশে অবশ্য কিছুটা বোল্ড ফ্যাশন চয়েসের জন্য মাঝে মাঝে তোপের মুখে পড়তে হয় এই ফ্যাশনেবল অভিনেত্রীকে। কিন্তু সব মিলিয়ে নিজ দেশে ও দেশের বাইরে সমান জনপ্রিয় মাহিরা। এবারে চলুন এই সুন্দরী অভিনেত্রীর ইন্সটাগ্রাম থেকে তাঁর কিছু দারুণ ফ্যাশনেবল লুক দেখে নিই।
ডেনিম অন ডেনিম লুকে স্টাইলিশ মাহিরা খান
শ্যাম্পেন রঙা, স্লিভলেস, সিকুইনের মারমেইড গাউনে মাহিরাকে অত্যন্ত আকর্ষণীয় লাগছে
এখানে বোল্ড সুইটহার্ট নেকলাইনের স্লিভলেস টপ পরেছেন মাহিরা। সঙ্গে লাল পাথরের নজরকাড়া চোকার
বস লেডি লুকে আবেদন ছড়াচ্ছেন এই অভিনেত্রী।
স্মোকি চোখের সাজ আর স্টেটমেন্ট নথ মিলে কালো পোশাকের লুকটি অন্যরকম আবেদন ছড়াচ্ছে
কালো কাফতানে মাহিরা খান
সাদা টপ আর জিন্সে ক্যাজুয়াল লুকে মাহিরা খান
সিকুইনের লাল ব্রালেট আর ম্যাচিং ফিটেড প্যান্টের সঙ্গে ফিশনেট বুননের একই রঙের শর্ট জ্যাকেট লেয়ারিং করেছেন মাহিরা
অফ দ্য শোল্ডার পাউডার ব্লু গাউনের ফ্লেয়ার্ড ঘের আর সামনের বড় ডিটেইলিং নজর কাড়ছে মাহিরার এই লুকে
লাল লেহেঙ্গার ব্রাইডাল লুকে মাহিরা
স্লিভলেস চোলির লাল ফুলেল নকশার সাদা লেহেঙ্গা পরেছেন এই অভিনেত্রী এখানে। দুহাত ভরা লাল চুড়ি, গলায় রাখা লাল ওড়না।
রঙিন প্রিন্টের সাদা সালওয়ার কামিজে স্নিগ্ধ লুকে মাহিরা
এমন সব বোল্ড লুকের জন্য প্রায়ই তোপের মুখে পড়েন মাহিরা খান নিজ দেশে। এখানে দেখা যাচ্ছে তাঁকে এক সাদা স্লিভলেস ডিপনেক টপে।