বৃষ্টি
বৃষ্টি যখন টাপুরটুপুর পড়ে
মনের ভেতর কেমন কেমন করে
কী যে দারুণ ছন্দ জানে মেয়ে
সময় ফুরোয় অবাক চেয়ে চেয়ে।
বাতাস এসে ভিজিয়ে দেয় মন
মনের ভেতর কত্ত আয়োজন
সেই আয়োজন বৃষ্টি-বিলাস ঘিরে
স্মৃতির নেশায় হারাই ফিরে ফিরে।
সবুজ সবুজ সবুজ মায়া ভরা
বৃষ্টি এলেই নাচে বসুন্ধরা
ফুলপাখিরা নতুন জীবন পায়
বৃষ্টি হাসে মনের বারান্দায়।
বৃষ্টি মেয়ে আকাশ ফেটে ঝরে
বৃষ্টি বুঝি ক্লাস টেনে পড়ে
বৃষ্টি মানেই শরীর ভরা গান
ধরা-ছোঁয়ার দ্বিধায় দ্বিধায় ডান।