সর্বশেষ
সিনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বসুন্ধরা গ্রুপ
পারভেজ হত্যায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ঢাবি ছাত্রদলের
‘আমার বাবার কোনো কবর নেই, চার বছর ধরে লাশের খোঁজে আছি’
আল্লামা ইকবাল, মুসলিম জাতীয়তাবাদ ও বাংলাদেশের স্বাধীনতা একসূত্রে গাঁথা
ফ্রান্সিস, যিনি বদলে দিয়েছিলেন ক্যাথলিক চার্চকে
৩৩ বছরে কতজনকে ক্ষমা করেছেন রাষ্ট্রপতি, জানতে চান হাইকোর্ট
গোপন সামরিক তথ্য শেয়ার, ফের বিতর্কের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
পোপ ফ্রান্সিস আর নেই
পোপ ফ্রান্সিসের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
যেসব আমলে জাহান্নাম হারাম হয়ে যায়
বিনা খরচে কর্মী নেবে জাপান, বেতন দুই লাখ টাকা
আসছে বিশেষ বিসিএস, কতজনকে নিয়োগ?
আ. লীগ নেতার ছেলের বিয়েতে পলাতক সাবেক মন্ত্রী-এমপিরা
দিনাজপুরে মাহি হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
নারায়ণগঞ্জে মিছিলের প্রস্তুতিকালে তিন আ.লীগ কর্মীসহ আটক ৭

অস্বস্তি কাটিয়ে উঠেছেন লভি পো

বিনোদন ডেস্ক

হলিউড অভিনেত্রী উল্লেখ করা নিয়ে সবসময় অস্বস্তি প্রকাশ করতে দেখা গেছে লভি পোকে। ফিলিপাইনের আলোচিত এ তারকা একইসঙ্গে কণ্ঠশিল্পী, গীতিকবি, লেখক, মডেল ও অভিনেত্রী হিসেবে দর্শক-শ্রোতার মনোযোগ কেড়েছেন। পেয়েছেন অসংখ্য পুরস্কার ও সম্মাননা। এক কথায় লভি যখন যে কাজটি করেছেন, সেখানেই রেখেছেন দুর্দান্ত প্রতিভার স্বাক্ষর।

সেই সুবাদে হলিউডের মাটিতে পা রাখা ছিল শুধু সময়ের অপেক্ষা। কিন্তু হলিউড সিনেমায় অভিনয়ের পরও ‘হলিউড অভিনেত্রী’ বলা নিয়ে আপত্তি ছিল তাঁর। ঠিক কী কারণে তাঁকে হলিউড বলা থেকে বিরত থাকা হোক–তা নিয়ে কখনও মুখ খোলেননি। কিন্তু এরপর সংবাদমাধ্যম থেকে শুরু করে দর্শক-অনুরাগীরা তাঁকে হলিউড অভিনেত্রী হিসেবে পরিচিতি তুলে ধরছেন। শেষমেশ সবার কাছে হার মানতে হয়েছে লভিকে।

এ নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে লভি বলেছেন, ‘‘আমি সবসময় নিজেকে সাধারণ একজন অভিনেত্রী মনে করি। সে কারণেই চাইনি, যেকোনো জায়গায় আমাকে হলিউড অভিনেত্রী হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হোক। হলিউড সেই জায়গা, যেখানে প্রতিটি কাজ এমন সুষ্ঠুভাবে করা হয়, যা অনায়াসে বিশ্বের অন্যান্য সিনেমার সঙ্গে পার্থক্য গড়ে দেয়। সেখানে যারা কাজ করে খ্যাতি অর্জন করেছেন, তাদের কাতারে পৌঁছে যাওয়া এতটা সহজও নয়। তাই যখনই আমাকে হলিউড অভিনেত্রী বলা হবে, তখন তা হবে সেইসব খ্যাতিমান তারকার সঙ্গে তুলনায় নিয়ে যাওয়া। সত্যি এটি আমি এখনও মনে করি না খ্যাতিমান হলিউড অভিনেত্রীর কাতারে পৌঁছাতে পারিনি বলেই মনে করি। কিন্তু দেখা গেছে, আমার অস্বস্তির পরও সবাই আমাকে হলিউড অভিনেত্রী হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছেন। দেরিতে হলেও বুঝেছি, ফিলিপাইনের জনসাধারণ মূলত আমার এই পরিচয় দিতে খানিকটা গর্ববোধ করেন। তাই অনেকে মুখে ‘হলিউড অভিনেত্রী’ কথাটা শুনতে শুনতে আগের সেই অস্বস্তুও কাটিয়ে উঠেছি।’’

এদিকে লভি পো এখন ব্যস্ত সময় পার করছেন হলিউড সিনেমা ‘দ্য চেলসি কাউবয়’ ও ‘ব্যাড ম্যান’-এর কাজ নিয়ে। চলতি বছর তিনি সবচেয়ে বেশি আলোচনায় এসেছিলেন গ্যারি এ. ব্রাউন পরিচালিত ‘এসএইচআইএলডি’ অভিনয়ের জন্য।

এ ছাড়াও লভি বিভিন্ন সময়ে দর্শক প্রশংসা কুড়িয়েছেন ফিলিপাইনের ‘সানা দাতি’, ‘সিজনস’, ‘দ্য এসকর্ট’, ‘হিন্দি তাইও পওয়েদে’, ‘ও মাই লাভ’, ‘সামওয়ান টু ওয়াচ এভার মি’, ‘বিউটিফুল স্ট্রেঞ্জারস’, ‘দ্য ওয়ান দ্যাট গট অ্যাওয়ে’সহ আরও বেশ কিছু সিনেমা ও টিভি ও ওয়েব সিরিজে অভিনয় করে।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ