ঐতিহ্যবাহী জরিদার কাতান শাড়ি দাপিয়ে বেরিয়েছিল নব্বই দশক। আবার ফ্যাশন পাড়ায় নিজের হারানো জৌলুশ ফিরে পেয়েছে কাতান শাড়ি। চলুন দেখে নেওয়া যাক বলিউড তারকাদের বাহারি সব কাতান শাড়ির নজরকাড়া লুক ।
গাঢ় বেগুনিতে নজরকাড়া খুশি কাপুর
গাঢ় বেগুনি শাড়িতে আভিজাত্যের ছোঁয়া। এই লুকে ভারতীয় ডিজাইনার আনিতা ডোংগরের নকশা করা বেগুনি শাড়িতে দেখা যাচ্ছে তাঁকে। শাড়িটির আঁচল ও পাড়জুড়ে সোনালি জরির কাতান শাড়ির নকশা। শাড়িটির রয়েছে সোনালি বুটিদার জমিন। একেবারেই মিনিমাল মেকআপ, গ্লসি গোলাপি ঠোঁট ও স্লিক খোঁপায় সাজ রেখেছেন অতি সাধারণ। গলায় পলকি বসানো সিম্পল চোকার ও কানের পলকি দুলে মায়া কাড়ছেন তিনি।
ট্রেন্ডি লাল কাতানে দীপিকার জাদু
দীপিকা পাড়ুকোন পরেছেন উজ্জ্বল লাল রঙের একটি ডিজাইনার কাতান শাড়ি। শাড়িটি জুড়ে রয়েছে সোনালি রঙের জ্যামিতিক নকশা ও সোনালি এমবেলিশমেন্ট। শাড়িটির বিশেষ আকর্ষণ এর আঁচল। আঁচল জুড়ে সোনালি কারচুপির কাজ ও টিয়ারড্রপ পার্ল বসানো। ডিজাইনার ব্লাউজের সঙ্গে দীপিকা রেখেছেন ন্যুড ফিনিশের মেকআপ। কানে স্টেটমেন্ট দুল ও গলায় চোকার। খোঁপায় বাঁধা বেলফুলের গাজরা।
আইভরি রঙে লাস্যময়ী সামান্থা
দক্ষিণের লাস্যময়ী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর মতো আপনিও চাইলে ট্রেন্ডি আইভরি রঙের একটি শাড়ি বেছে নিতে পারেন এই ঈদে। যাতে সোনালি রঙে কাতান শাড়ির নকশা করা থাকলেও ক্ষতি নেই। অভিনেত্রী এর সঙ্গে বেছে নিয়েছেন সোনালি রঙের স্লিভলেস ব্লাউজ। ট্রেন্ডি মুক্তার চোকার ও ন্যুড ফিনিশের মেকআপ এই আউটফিটের সঙ্গে ভালো লাগবে। বলাই বাহুল্য, বিয়ের পোশাকেও আইভরি রং এখন ট্রেন্ডের শীর্ষে।
জাহ্নবীর ‘ঘাগরা চোলি’ ঘরানার কাতান
জেনজি তারকা জাহ্নবী কাপুরের পরনে রয়েছে ‘ঘাগরা চোলি’ ঘরানার একটি পোশাক, যার নিচের অংশটি ট্রেন্ডি পার্পেল রঙের কাতানের ওপর সোনালি ফুলেল নকশা করা। ব্লাউজের স্লিভসেও রয়েছে কাতান ফেব্রিক। ঐতিহ্য ধরে রাখার সঙ্গে সঙ্গে পোশাকে জাহ্নবী রেখেছেন এ যুগের ছোঁয়া। এর সঙ্গে মিনিমাল মেকআপ, কানে ছোট্ট টেম্পল নকশার ঝুমকা ও লুজ কার্ল করা চুলের ম্যাজেন্টা ফুলটি বাড়িয়ে তুলেছে সৌন্দর্য। চাইলে প্রিয় তারকার অনুপ্রেরণায় এভাবে সাজতে পারেন।
কমলায় সুন্দরী কঙ্গনা
দেশীয় নকশার প্রতি কঙ্গনা রনৌতের আবেগ চিরন্তন। এই লুকে কমলা রঙের একটি কাতান শাড়িতে নজর কেড়েছেন তিনি। কমলা শাড়িটি জুড়ে সোনালি জরির ‘জংলা’ নকশা করা। সঙ্গে কঙ্গনা পরেছেন কারচুপির নকশা করা ডিজাইনার ব্লাউজ। তাঁর স্টেটমেন্ট গয়না, বোল্ড আইস এবং স্লিক বানে সাজানো টকটকে লাল কয়েকটি গোলাপে পুরো লুকটি হয়ে উঠছে প্রশংসার দাবিদার।
মারাঠাকন্যা মাধুরীর পছন্দ ডুয়েল টোনের কাতান
ডুয়েল টোনের শাড়ি হালের ক্রেজ। তাই বাদ যাননি মাধুরী দীক্ষিতও। এই লুকে তাঁর পরনে দেখা মিলছে ডুয়েল টোনের একটি সবুজাভ শাড়ির। শাড়ির পাড়জুড়ে সোনালি নকশা করা। শাড়িটির আঁচলের নকশা বলে দিচ্ছে এটিও মহারাষ্ট্রের সেই বিখ্যাত ‘পৈথানি’ শাড়ি। লুজ কার্ল করা চুল, মিনিমাল মেকআপ ও মহারাষ্ট্রীয় গয়নায় মাধুরীকে দেখতে লাগছে মোহময়ী।