এই সমাজ-সংসার যাপিত জীবন
দুঃখ-সুখের দোলাচলে এগিয়ে চলা
ভাবনার মতো সহজ নয় বাস্তবতা
সহজ আবেগ সহজ নয় প্রায়ই
অব্যক্ত বেদনাবোধে আহত হৃদয়মন,
সমস্ত আকুলতা ভেস্তে যায় কেবলই
কাছে থাকার স্বপ্ন সে তো গুড়েবালি
পাথর চেপে বুকে দূর থেকে শুধু
বিকল্প কিছু আর থাকে না যেন
প্রিয়জনের জন্য একান্ত প্রার্থনা ছাড়া।
