সর্বশেষ
একনেকে ২৪ হাজার কোটি টাকা ব্যয়ে ১৬ প্রকল্প অনুমোদন
যে ফলগুলো খেলে গরমে আপনার চুল ভালো থাকবে
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন সাবেক রাষ্ট্রদূত সুফিউর
শেখ হাসিনার তদন্ত প্রতিবেদন ২৪ জুনের মধ্যে দাখিলের নির্দেশ
বাংলাদেশ-চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রয়াস
রাকসুর চূড়ান্ত বিধিমালা হয়নি, জুনে নির্বাচন নিয়ে সংশয়
মেট্রোরেলের র‍্যাপিড পাসও আমলাতান্ত্রিক জটিলতায়, ভোগান্তি যাত্রীদের
নারী বিশ্বকাপে খেলতে ভারতে যাবে না পাকিস্তান
৩ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশের ডাক
সিইসির সঙ্গে আজ বৈঠকে বসছে এনসিপি
ক্যাস্ট্রলের আফটারমার্কেট ডিস্ট্রিবিউটর রক এনার্জি
রাজনৈতিক বিবেচনায় আর কোনো নতুন ব্যাংক নয়
বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি অভিযোগ, প্রশাসন আসলেই কার পক্ষে?
৮ মাস পর খুলনা জেলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল  
সাবেক ১১ মন্ত্রীসহ ১৯ জনকে ট্রাইব্যুনালে হাজির

চুল লম্বা করবে আখরোটের তেল

অনলাইন ডেস্ক

চুলের যত্নে কত কিছুই না করছেন। তেল-শ্যাম্পু-কন্ডিশনার-মাস্ক কিছুই বাদ দিচ্ছেন না। তবুও ভালো ফল পাচ্ছেন না। দিনকে দিন চুল তার লাবণ্যতা হারাচ্ছে। একদিকে তো ঝরছেই, অন্যদিকে নিষ্প্রাণ হয়ে যাচ্ছে। তাহলে উপায় কী? যাদের চুল একেবারেই লম্বা হয় না, যাদের চুলে প্রাণ নেই তারা ব্যবহার করতে পারেন আখরোটের তেল।

আখরোটে থাকে স্বাস্থ্যকর ফ্যাট ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। এটি চুলের ফলিকলে পুষ্টি জোগায়, যেন চুল মজবুত ও লম্বা হয়। এছাড়াও আখরোটে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ভিটামিন সি, আয়রন ও ক্যালসিয়াম। রয়েছে ভিটামিন ই ও অ্যান্টিঅক্সিড্যান্ট। যা মাথার ত্বকের স্বাস্থ্যরক্ষায় বিশেষ ভূমিকা পালন করে। চুলের অন্যতম উপাদান হল কেরাটিন নামক প্রোটিন। আখরোটে থাকা বায়োটিন কেরাটিন সংশ্লেষে সাহায্য করে। ম্যাগনেশিয়াম চুল মজবুত করে। ফলে, চুল স্বাস্থ্যোজ্জ্বল রাখার সমস্ত উপাদানই এতে মজুত রয়েছে।

তেল কীভাবে মাখবেন? 
কুসুম গরম তেল মাথার ত্বকে মালিশ করলে রক্ত সঞ্চালন ভালো হবে। চুলের গোড়া মজবুত হবে। তবে সরাসরি নয়, আখরোট তেলের সঙ্গে মিশিয়ে নিন রোজমেরি অয়েল বা ল্যাভেন্ডারের মতো কেরিয়ার অয়েল। ২-৩ চা-চামচ আখরোট তেলে কয়েক ফোঁটা কেরিয়ার অয়েল মিশিয়ে নিতে হবে। এরপর মাইক্রোওয়েভ অভেনে হালকা গরম করে নিতে পারেন। আবার গরম পানিতে তেলের বাটি বসিয়ে তা গরম করে নিতে পারেন। কুসুম গরম তেল ১০-১৫ মিনিট মালিশ করে আধঘণ্টা রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

ব্যবহার করতে পারেন আখরোটের মাস্কও
ভালো ফল পেতে শুধু তেল নয়, আখরোট মাস্কও ব্যবহার করুন। ২ টেবিল চামচ আখরোট তেল, ১ চা-চামচ মধু এবং ১ টেবিল চামচ টক দই ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটি চুলের গোড়া ও পুরো চুলে ভালো করে মাখিয়ে ৩০-৪০ মিনিট রেখে শ্যাম্পু করে ফেলুন। এরপর কন্ডিশনার দিয়ে চুল ধুয়ে ফেলুন।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ