গত ৫ আগস্টের পর জাতি যে প্রত্যাশা করেছিল অন্তর্বর্তী সরকার এখনো তা পূরণ করতে পারেনি বলে মন্তব্য করেছেন জামাতের আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (১৮ অক্টোবর) সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের রুকন সম্মেলন এ মন্তব্য করেন তিনি।
শফিকুর রহমান জানান, আওয়ামী লীগের আমলে গঠিত সিন্ডিকেটকারীরা এখনো বাজারে সক্রিয়। যারা সিন্ডিকেট করছে তাদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার আহ্বান জানান তিনি।
জামায়াতের আমির বলেন, ফ্যাসিস্ট হাসিনা শিশু থেকে শুরু করে সবার ওপর গণহত্যা চালিয়েছে। ছাত্র সমাজকে সাথে নিয়ে জামায়াত একটি আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করবে, যেখানে সবার সমান অধিকার থাকবে।
আরেক নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘গণতান্ত্রিক সকল রাজনৈতিক দল এ দেশে রাজনীতি করবে। তবে ফ্যাসিস্ট হাসিনা রাজনীতি করার অধিকার হারিয়েছে।’
সম্মেলনে গণহত্যার অভিযোগে হাসিনাসহ তার দোষরদের দ্রুত শাস্তির দাবি করা হয়।