অন্তবর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আপনারা দ্রুত নির্বাচন দিন। কিছু ক্ষুদ্র দল আনুপাতিক ভোটের কথা বলছে। তারা মনে করছে, এতে সুবিধা পেয়ে যাবে। আসলে এটা বলা হচ্ছে, কাউকে সুযোগ দেওয়ার জন্য। এটা করতে যাবেন না।
শুক্রবার রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পতিত স্বৈরাচার বসে নেই উল্লেখ করে রিজভী বলেন, ‘ভারতের হাইকমিশনার বলেছেন, শেখ হাসিনা ভারতে আছে। ভারতের সঙ্গে আমাদের প্রত্যার্পণ চুক্তি আছে। শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। গণহত্যার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত অপরাধের মতো কাজ করেছে। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া মানে খুনি ও সন্ত্রাসকে প্রশ্রয় দেওয়া। ভারতীয় হাইকমিশন থেকে যে বক্তব্য এসেছে, সেটি বিগ ব্রাদারসুলভ।’
রিজভী আরো বলেন, ‘গত বৃহস্পতিবার ৫০/৬০ জেলায় বিদ্যুৎ শাটডাউন করা হলো? এরা কারা? আমরা বলেছি, স্বৈরাচারের দোসররা কিন্তু এখনো আছে। এরা অন্তর্ঘাত করবে। এ বিষয়ে আগে থেকেই পদক্ষেপ নেওয়া গেলে বিদ্যুৎ শাটডাউন করতো না। এটা নাশকতা। দাবি দাওয়া থাকলে সংশ্লিষ্ট উপদেষ্টার সঙ্গে কথা বলতে পারত। তাহলে শেখ হাসিনার সময় বন্ধ করেনি কেন? কারণ তারা পতিত স্বৈরাচারের প্রেতাত্মা।’
এ সময় উপস্থিত ছিলেন জেডআরএফের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, ডা. পারভেজ রেজা কাকন, ডা. সরকার মাহবুব আহমেদ শামীম প্রমুখ।