সম্প্রতি অনুষ্ঠিত ভারতের সবচেয়ে বড় ফ্যাশন ইভেন্ট ল্যাকমে ফ্যাশন উইকে সবার নজর ছিল এক ৬০ পেরোনো মডেলের ওপর। তাঁর পাশে অন্য কাউকে যেন দেখাই যাচ্ছিল না। আরো সঠিকভাবে বলতে গেলে এই মডেল ও অভিনেত্রীর বয়স এখন ৬৪। আর এ কথা বেশ জোর দিয়ে বলা যায়, নিজের অর্ধেক বয়সী মডেলদের নাকানি চুবানি খাওয়াতে পারেন তিনি অনায়াসে। সেই ১৯৮০ সালে সঙ্গীতা বিজলানি জিতেছিলেন মিস ইন্ডিয়ার খেতাব। ১৬ বছর বয়সে মডেলিং শুরু করেছিলেন তিনি। এরপর সুপারস্টার সালমান খানের প্রেমিকা হিসেবে এসেছেন লাইমলাইটে। পরে অবশ্য ভারতের ক্রিকেট টিমের বিখ্যাত ব্যাটসম্যান আজহারউদ্দীনকে বিয়ে করে চমকে দেন সবাইকে। সে বিয়ে টিকেছিল ২০১০ পর্যন্ত। তবে প্রেম বিয়ে বা বিচ্ছেদ, কোনো কিছুই সঙ্গীতার অনবদ্য সৌন্দর্যে কোনো প্রভাব ফেলে নি। তিনি যেন যেমন ছিলেন তেমনই আছেন। ‘এজিং গ্রেসফুলি’ মনে হয় একেই বলে। চলুন তবে ৬৪ বছর বয়সী এই আবেদনময়ী ডিভার কিছু নজরকাড়া লুক দেখে আসি।
এবারের ল্যাকমে ফ্যাশন উইক নিজের করে নিয়েছেন সঙ্গীতা বিজলানি এই মনোক্রোম লাল স্যাটিনের শাড়ি আর সবুজ পান্নার গয়নায়।
১৯৮০ সালে মিস ইন্ডিয়া জিতেছিলেন সঙ্গীতা
মডেলিং জগতে পা রেখছিলেন ১৬ বছর বয়সে। এরপর গিয়েছেন খ্যাতির শীর্ষে
বলিউডে নানা আলোচিত সিনেমায় দেখে গিয়েছে তাঁকে। যেমন নব্বইয়ের দশকের বিখ্যাত সিনেমা ত্রিদেব।
চিরযৌবনা সঙ্গীতা এখনো ঠিক এতটাই সুন্দর। এখানে পরেছেন লাল স্যাতিনের স্লিভলেস ড্রেস।
আবেদনে হার মানান তিনি অর্ধেক বয়সী মডেলদেরকে। পরেছেন সিকুইনের ডিপনেক ড্রেস। রয়েছে লাল টকটকে লিপকালার
এক সময়ের প্রেমিক সালমানের সঙ্গে বেশ কিছু বিজ্ঞাপন করেছিলেন তিনি
থাই স্লিট ড্রেসে আকর্ষণ ছড়াচ্ছেন সঙ্গীতা
একঢাল ঢেউ খেলানো চুলের সিগনেচার স্টাইলে সুন্দরী সঙ্গীতা
প্রাকৃতিক সৌন্দর্য আর ফিটনেসের জন্যই সঙ্গীতা এখনো তরুণী
ফো লেদারের কালো ড্রেসে আবেদন ছড়াচ্ছেন তিনি
স্কোয়াট পোজে আকর্ষণীয় ভঙ্গিমায় সঙ্গীতা