বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান কানাডার উপ-সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল স্টিফেন আর. কেলসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
দেশটির রাজধানী অটোয়ার স্থানীয় সময় বুধবার উপ-সেনাপ্রধানের অফিসে এ সাক্ষাৎ করেন। এছাড়া একইদিনে তিনি কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের ভাইস চেয়ারপারসন সালমা জাহিদ এমপির সঙ্গেও সাক্ষাৎ করেন।
প্রসঙ্গত, গত ১৫ অক্টোবর সরকারি সফরে যুক্তরাষ্ট্র ও কানাডার উদ্দেশে দেশত্যাগ করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আগামী ২৫ অক্টোবর তিনি বাংলাদেশে ফিরবেন।
আইএসপিআর সূত্রে জানা গেছে, সফরকালে সেনাপ্রধান জাতিসংঘ শান্তিরক্ষা মিশন-সংক্রান্ত বিষয়ে আলোচনা, সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়ন ও ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের বিবেচনায় জাতিসংঘ সদরদপ্তর, যুক্তরাষ্ট্র ও কানাডার ঊচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।