সর্বশেষ
ভিনগ্রহে প্রাণের অস্তিত্বের শক্ত প্রমাণ পেলেন বিজ্ঞানীরা
যে ৫ প্রাণঘাতী রোগের কারণ হাই কোলেস্টেরল
এক লুকের সঙ্গে আরেক লুকের কোনো মিল নেই টালিউড সুইটহার্ট শ্রীজলার
হজম ক্ষমতা বাড়াতে মেনে চলুন কিছু টিপস
গ্রীষ্মে রোদে পোড়া ও নিস্তেজ ত্বককে বিদায় জানাতে মেনে চলুন এই ৭টি হাইড্রেশন হ্যাকস
হাই ট্রাইগ্লিসারাইড : স্ট্রোকের ঝুঁকি বাড়ায়
খালি পেটে পেঁপে পাতার রস খেলে মিলবে যেসব উপকার
৮৬ বছর বয়সে উইন্ডসার্ফিংয়ে বিশ্বরেকর্ড
সাড়ে সাত ভরি স্বর্ণের মালিক হলেই কোরবানি ওয়াজিব
বোরো ধানের নমুনা শস্য কর্তন শুরু
ওটিটিতে মুক্তি পেল তাসনিয়া ফারিণের প্রথম সিনেমা
ভিসা ইস্যু নিয়ে যে বার্তা দিল ঢাকার মার্কিন দূতাবাস
নিজেদের ভুল বোঝাবুঝিতে ফ্যাসিবাদ সুযোগ নেবে: রিজভী
কাতার সফরে প্রধান উপদেষ্টার সঙ্গী হচ্ছেন চার নারী ক্রীড়াবিদ
হিন্দু নেতাকে অপহরণের পর হত্যা, যা বলল ভারত

গুগল ডুডলে চন্দ্রচক্র শেখার গেম

অনলাইন ডেস্ক

চন্দ্রচক্রের কারণেই মূলত পৃথিবী থেকে একচিলতে চাঁদ আবার কখনো পূর্ণ চাঁদ দেখা যায়। সূর্যের চারপাশে পৃথিবী ও পৃথিবীর চারপাশে চাঁদের অবস্থান সাপেক্ষে চন্দ্রের দৃশ্যমান আকৃতির পরিবর্তন ঘটে থাকে। গড়ে ২৯ দশমিক ৫৩ দিনে চাঁদের বিভিন্ন রূপ দেখা যায়। চক্রের একটা পর্যায়ে চাঁদের দৃশ্যমান অংশের ঠিক অর্ধেক অন্ধকার আর অর্ধেক আলোকিত হয়, এ বিষয়টিকে হাফ মুন বা অর্ধচন্দ্র বলা হয়। শৌখিন জ্যোতির্বিদরা এ বিষয়গুলোকে খুবই উপভোগ করেন। শৌখিন জ্যোতির্বিদদের আনন্দ ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে ছড়িয়ে দিতে গুগল প্রথমবারের মতো ভিন্নধর্মী একটি ডুডল গেম চালু করেছে। অক্টোবর মাসে আকাশে থাকা হাফ মুন বা অর্ধচন্দ্রকে ডুডলের মাধ্যমে উদ্‌যাপন করছে গুগল।

গতকাল বৃহস্পতিবার বিভিন্ন দেশ থেকে আকাশে অর্ধেক চাঁদ বা অর্ধচন্দ্র দেখা যাচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে রাইজ অব দ্য হাফ মুন শিরোনামের নতুন ডুডল সম্পর্কে গুগল বলছে, নতুন এই ডুডলের মাধ্যমে আপনার চন্দ্র–সম্পর্কিত জ্ঞান পরীক্ষা করা যাবে। রাইজ অব দ্য হাফ মুন শিরোনামের ডুডলে আপনি চাঁদের বিভিন্ন পর্যায় দেখানো বিভিন্ন কার্ডের সঙ্গে মিলিয়ে খেলতে হবে। আপনি চন্দ্রচক্র কতটা ভালো জানেন, তা গুগল ডুডলের নতুন ইন্টারেকটিভ গেম থেকে খুঁজে বের করতে পারবেন। আপনি এই নতুন ডুডল গেম সিরিজ থেকে সম্পর্কে চাঁদের বিভিন্ন পর্বের কথা জানতে পারবেন।

গেমটিতে থাকা বিভিন্ন কার্ডে চন্দ্রের বিভিন্ন পর্যায় প্রদর্শন করা হয়েছে। পয়েন্ট অর্জন করতে খেলোয়াড়দের চন্দ্রচক্রের বিভিন্ন কার্ড মেলাতে হবে। বিভিন্ন কার্ডে চাঁদের বিভিন্ন পর্যায়ের অবস্থা দেখা যায়। চক্র মেলাতে পারলে পয়েন্ট। পরপর তিনটি ম্যাচে জয়ী খেলোয়াড়েরা চাঁদে পৌঁছাতে পারেন। রাইজ অব দ্য হাফ মুন শিরোনামের ডুডলে খেলোয়াড়দের চন্দ্রচক্রের বিভিন্ন পর্যায় সম্পর্কে শেখাচ্ছে। অক্টোবরের অর্ধচন্দ্রকে উদ্‌যাপন করতে গুগল ভিন্নমাত্রিক এই অনস্ক্রিন গেম প্রকাশ করেছে। প্রথম পর্যায়ে ৩x৩ বোর্ডে খেলতে হয়, তারপরে ৪x৩ বোর্ডে দ্বিতীয় স্তরে খেলা হয়। তার পরের পর্যায়ে বোর্ড ক্রমশ বড় হতে থাকে।

গুগল সার্চ ইঞ্জিনের মূল পাতায় মাঝেমধ্যেই বিশেষ দিবসকে স্মরণ করে ভিন্ন ধরনের অ্যানিমেটেড কার্টুন বা অন স্ক্রিন গেম দেখা যায়। ইন্টারনেট ব্যবহারকারীরা বেশ আগ্রহ নিয়ে এসব গেম খেলেন। প্রথম দিকে গেমটি খেলতে একটু কষ্ট হলেও ধীরে ধীরে আপনি চাঁদের বিভিন্ন পর্যায় সম্পর্কে মেলানো শিখে যাবেন। চন্দ্রচক্র মিলিয়ে আপনাকে ধীরে ধীরে একেক লেভেল পার করতে হবে।

সূত্র: স্কাই ম্যাগাজিন

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ