জাতীয় সড়কে ট্রাকের সঙ্গে গাড়ির সংঘর্ষ । আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল গাড়িটি ৷ ঘটনায় জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে গাড়িতে থাকা তিন যুবকের ৷ একজনের অবস্থা আশঙ্কাজনক । তিনি হাসপাতালে চিকিৎসাধীন ৷ ঘটনাটি ঘটেছে সোমবার রাত 11টা নাগাদ হরিয়ানার কুরুক্ষেত্রে৷ জানা গিয়েছে, গাড়ি করে চারজন ঝাজ্জর থেকে চণ্ডীগড়ের দিকে যাচ্ছিলেন । সেসময় কুরুক্ষেত্রের পেহোয়ায় জাতীয় সড়ক 152ডি-তে একটি ট্রাকের সঙ্গে গাড়িটির সংঘর্ষ হয়। এর ফলে গাড়িটিতে আগুন ধরে যায়। গাড়িতে থাকা চার জনের মধ্যে 3 জনের পুড়ে মৃত্যু হয় ৷ অন্য একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও দমকল বাহিনী । দমকলের অনেকক্ষণের চেষ্টায় গাড়ির আগুন নিয়ন্ত্রণে আসে ৷ তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে । পুলিশ গাড়ি থেকে তিন জনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিভিল হাসপাতালে পাঠিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
