বলিউড অভিনেত্রী সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় নাম জড়িয়েছিল অভিনেত্রী রিয়া চক্রবর্তীর। জেলে পর্যন্ত যেতে হয়েছিল তাকে। অবশেষে স্বস্তি মিলেছে তার। অবশেষে ভারতের সুপ্রিম কোর্ট থেকে ছাড়পত্র পেলেন রিয়া, তার ভাই ও বাবা। বিচারপতি বিআর গভাই ও কেভি বিশ্বনাথন রিয়া ও তাঁর পরিবারের দুই সদস্যকে নির্দোষ ঘোষণা করেছেন।
সুশান্তের মৃত্যুর পরে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ আনে প্রয়াত অভিনেতার পরিবার। পটনায় প্রথমে এই অভিযোগ দায়ের হয়। এর পরে তদন্তভার নেয় কেন্দ্রীয় তদন্তকারী দল অর্থাৎ সিবিআই। সিবিআই-এর তরফ থেকেও রিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগ থেকেই রেহাই পেলেন অভিনেত্রী।
উল্লেখ্য, ২০২০ সালের ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্তের দেহ। এই ঘটনা গোটা বলিউডের কাছে বড় ধাক্কার সমান ছিল। সুশান্তের মৃত্য়ু নিয়ে জলঘোলা হয় বিস্তর। প্রথমেই আঙুল ওঠে রিয়ার বিরুদ্ধে। বান্দ্রার সেই ফ্ল্যাটে লিভটুগেদার করতেন সুশান্ত ও রিয়া। যদিও মৃত্যুর কিছু দিন আগেই তাদের বিচ্ছেদ হয়েছিল বলে খবর রটেছিল।