বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা শহীদ হয়েছে, লড়াই করেছে তাদের কথা পাঠ্যপুস্তকে আনতে হবে। শহীদ পরিবারের অন্তত একজনকে সরকারি চাকরি দিয়ে সম্মান জানাতে হবে।
আজ রোববার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শাহাদাতবরণকারী শহীদ পরিবারের সদস্যদের সাথে এক মতবিনিময় সভা এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ক্ষমতায় যাওয়ার সীমাহীন লালসা থেকেই সব অপকর্ম করেছে আওয়ামী লীগ। ভবিষ্যতে কোন রাজনৈতিক দল বা পক্ষ যদি ফ্যাসিবাদিদের মতো আচরণ করে তাহলে জনগণ আমাদের ছেড়ে দেবে না। তাদের পরিণতি হবে আরো ভয়াবহ।