বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল গাইবান্ধা জেলার আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৮ অক্টোবর) দুপুরে গাইবান্ধা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা আহ্বায়ক মো. মোস্তাক আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক মইনুল হাসান সাদিক।
সংগঠনের সদস্য সচিব আনিছুজ্জামান খান লোহানী তুষারের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বিএনপি রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক শাহ নেওয়াজ রহমান লাবু ও আনোয়ার শাহাদাত, জেলা শ্রমিক দলের সভাপতি কাজী আমিরুল ইসলাম ফকু, সাধারণ সম্পাদক হুনান হক্কানী, জেলা কৃষক দল নেতা মাহমুদুল হাসান, এসএম কামাল হোসেন, জেলা ছাত্রদল সভাপতি খন্দকার জাকারিয়া আলম জিম, সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক, মৎস্যজীবী দলের জেলা আহ্বায়ক শামীশ আহমেদ পলাশ, সদস্য সচিব হারুন অর রশিদ রাহাত, তাঁতী দলের জেলা আহ্বায়ক সাজ্জাদ হোসেন পল্টন, সদস্য সচিব আশরাফুল ইসলাম হাফিজার প্রমুখ।