সর্বশেষ
বোরো ধানের নমুনা শস্য কর্তন শুরু
ওটিটিতে মুক্তি পেল তাসনিয়া ফারিণের প্রথম সিনেমা
ভিসা ইস্যু নিয়ে যে বার্তা দিল ঢাকার মার্কিন দূতাবাস
নিজেদের ভুল বোঝাবুঝিতে ফ্যাসিবাদ সুযোগ নেবে: রিজভী
কাতার সফরে প্রধান উপদেষ্টার সঙ্গী হচ্ছেন চার নারী ক্রীড়াবিদ
হিন্দু নেতাকে অপহরণের পর হত্যা, যা বলল ভারত
আওয়ামী লীগের মিছিল নিয়ে কড়া বার্তা হাসনাতের
এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয়: নাহিদ ইসলাম
দেরি করে পৌঁছানোয় স্বপ্নভঙ্গ ওদের
নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ
নির্বাচনের জন্য এখনই আন্দোলনের প্রয়োজন দেখছে না বিএনপি
বিলাসবহুল অফিস ও বন্দর কমিটি নিয়ে যা বললেন হান্নান মাসউদ
শাহজাদপুরে যুবদল কর্মীকে হত্যার অভিযোগ
ফ্যাসিস্ট হাসিনাকে আশ্রয় দেওয়া প্রমাণ করে ভারত গণতান্ত্রিক রাষ্ট্র নয়: দুদু
‘শুভ কাজে সবার পাশে’ স্লোগানে বসুন্ধরা শুভসংঘের মনপুরা উপজেলা কমিটি গঠিত

বীজতলা তৈরিতে ব্যস্ত ঘোড়াঘাটের কৃষকরা

এনএফ নিউজ ডেস্ক

বোরো মৌসুম শেষে আসছে আমন মৌসুম। তাই দিনাজপুরের ঘোড়াঘাটে কৃষকরা চারা বীজতলার পাশাপাশি বলান পদ্ধতিতে বীজতলা তৈরিতে ব্যস্ত সময় পার করছে। ঘোড়াঘাট উপজেলা কৃষি বিভাগের তথ্য মতে, আমন মৌসুমে এ উপজেলায় প্রায় সাড়ে ১১ হাজার হেক্টর জমিতে আমন ধান চাষ হবে। ইতিমধ্যে আমন চাষীরা আমন চারা বীজতলার পাশাপাশি বলান পদ্ধতিতে বীজতলা তৈরি শুরু করেছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ রফিকুজ্জামান জানান, এ উপজেলায় কৃষকরা বলান পদ্ধতিতে চারা তৈরির উপকারিতা সম্পর্কে সচেতন হচ্ছে। কৃষি বিভাগ কৃষকদের মাঝে বলান পদ্ধতিতে চারা তৈরির উপকারিতা সম্পর্কে ব্যপক প্রচারনাও চালাচ্ছে। এ পদ্ধতিতে চারা তৈরি করলে কৃষকরা জমি রোপনে অনেক সাশ্রয়ী হবে। এছাড়া বলান পদ্ধতিতে চারায় রোগ বালায় কম হয়। গাছ বেশি লম্বা হয় না ফলে অতি বৃষ্টি বা ঝড়ে ধানের গাছ সহজেই জমিতে হেলিয়ে পড়ে না। তার ভাষ্যমতে বীজতলায় ৩০ দিন বীজ চারা রাখার পর এ চারা তুলে অন্য কোনো জমিতে রোপন করে রাখা হয়। সেখান থেকে ২০ থেকে ২৫ দিন পর আবার মূল জমিতে বলান পদ্ধতির চারা রোপন করা হয়। বলান পদ্ধতিতে চারা রোপন করলে প্রতি ৩৩ শতাংশ জমিতে ২ থেকে ৩ মন ধান বেশি উৎপন্ন হয়। বলান পদ্ধতিতে ১ শতক জমির চারা প্রায় ২৪ থেকে ২৫ শতক জমিতে চারা রোপন করা যায়। মূল বীজতলার বয়স ৩৫ দিন পেরোলে সেই চারার ফলন ভালো হয় না। কিন্তু বলান চারার বয়স ৫০ থেকে ৫৫ দিন পেরোলেও ফলন ভালো হয়। বলান চারার বৈশিষ্ট্য হলো রোপন করা একেকটি চারা থেকে কুশি বের হয়ে অসংখ্য চারা গজায়। এটাই স্থানীয় ভাবে বলান চারা নামে পরিচিত।

উপজেলার পাটশাঁও মাঠে কৃষকদের বলান পদ্ধতিতে চারা রোপন করতে দেখা যায়। কথা হয় কৃষক আব্দুল মজিদের সাথে। সে জানায়, তারা প্রতিবছর এ পদ্ধতিতে চারা তৈরি করে জমি রোপন করে থাকে। চলতি মৌসুমেও তারা বলান চারা তৈরির জন্য চারা রোপন করছে। তারা ৩০ থেকে ৩৫ দিন পর চারা গুলো তুলে মূল জমিতে লাগাবে।

উপজেলা কৃষি কর্মকর্তা জানিয়েছেন, ঘোড়াঘাট উপজেলা ৪টি ইউনিয়ন ও পৌরসভায় প্রায় ৩ হাজার হেক্টর জমিতে বলান পদ্ধতিতে জমি রোপন করা হবে। ইতি মধ্যে কৃষকরা বলান পদ্ধতিতে চারা রোপন শুরু করেছে। তবে এ পদ্ধতি কৃষকদের নিজস্ব উদ্ভাবন। এ পদ্ধতি প্রসার লাভ করা দরকার।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ