সর্বশেষ
রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করলেন প্রধান উপদেষ্টা
পরিবেশ বান্ধব স্কুটার ইয়াদিয়া এখন বাংলাদেশে
গবেষকদের ওপর আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ দুঃখজনক: উপদেষ্টা ওয়াহিদউদ্দিন
সাবিনার বিদায়ঘণ্টা বাজিয়ে দিলেন বাটলার?
‘অনলাইন জুয়ার বিরুদ্ধে অ্যাকশন শুরু’
ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাইলেন তারেক রহমান
৩১ জুলাইয়ের মধ্যে এনবিআর নিয়ে অধ্যাদেশ সংশোধন করা হবে: অর্থ মন্ত্রণালয়
সাকিব-রিশাদদের ফাইনাল আজ, কখন ও কীভাবে দেখা যাবে
জিলহজ মাসের চাঁদ দেখার দিন নির্ধারণ, কবে ঈদ?
সমন্বিত ৮ ব্যাংকের ‘সিনিয়র অফিসার’ পদে প্রিলির ফল ও লিখিত পরীক্ষা সূচি প্রকাশ
নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার ঢাকা মহানগর আ.লীগ নেত্রী রজনী আক্তার
ফরিদপুরে ভূমি মেলায় মিলছে জমির নামজারি, খতিয়ান ও মৌজা ম্যাপ
খুলনায় ব্যাংকের ৬৫ লাখ টাকা আত্মসাৎ মামলায় ব্যবসায়ীর ১০ বছর কারাদণ্ড
জ্যেষ্ঠ সচিব মোখলেস উর রহমানসহ চারজনের বিরুদ্ধে মামলা
প্রতি বর্গফুট চামড়ার দাম ঢাকায় বাড়ল ৫ টাকা

হাতিয়ায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ দস্যুপ্রধান আটক

অনলাইন ডেস্ক

নোয়াখালী হাতিয়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ দস্যুপ্রধান মহিউদ্দিনকে আটক করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে সোনাদিয়া ইউনিয়নের মাইজচরা গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক মহিউদ্দিন জলদস্যুগ্রুপ মহিউদ্দিন বাহিনীর প্রধান। তিনি মাউজচরা গ্রামের মৃত মো. আনছারুল হকের ছেলে।

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে অভিযান পরিচালনা করে কোস্টগার্ডের একটি টিম। অভিযানে মাইজচরা গ্রামের মহিউদ্দিনের বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫টি রকেট ফ্লেয়ার, ৫টি রামদা, ২টি লোহার সাবল, ৪টি চাপাতি, ১টি বড় চুরি, ৬টি চায়না করাত ও দুটি হরিনের শিং উদ্ধার করা হয়।

এ দিকে ডাকাত মহিউদ্দিন আটক হওয়ার সংবাদ ছড়িয়ে পড়লে হাতিয়ায় উপজেলা সদরের বিভিন্ন বাজারে মানুষজনকে আনন্দ উল্লাস করতে দেখা যায়।

স্থানীয়রা জানান, মহিউদ্দিন এক সময়ের দক্ষিণাঞ্চলের ত্রাস মুন্সীয়া ডাকাত দলের প্রধান সেনাপতি ছিলেন। মুন্সীয়া মারা যাওয়ার পর এই বাহিনীর প্রধান হন মহিউদ্দিন। দীর্ঘ একযুগেরও বেশি সময় মহিউদ্দিন মেঘনায় ডাকাতির সঙ্গে জড়িত। জেলেদের কাছ থেকে নেওয়া চাঁদায় চিল তার প্রধান আয়ের উৎস। এই দীর্ঘ সময়ে তাকে আটক করার জন্য র‌্যাবসহ সরকারের আইনশৃঙ্খলা বাহিনী একাধিকবার অভিযান পরিচালনা করে। কিন্তু কখনো তাকে আটক করা যায়নি। সবশেষে কোস্টগার্ডের হাতে আটক হলেন এই দস্যুপ্রধান।

কোস্টগার্ডের স্টেশনের লে. কমান্ডার রিফাত আহাম্মেদ বলেন, আটক মহিউদ্দিনকে উদ্ধার করা অস্ত্রসহ হাতিয়া থানায় হস্তান্তর করা হবে। সে দীর্ঘদিন এই অঞ্চলের মানুষজনকে জিম্মিকরে বিভিন্ন অপকর্ম করে আসছে। তার বিরুদ্ধে হাতিয়াসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ