বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আজ বুধবার মিরপুরে একটি গুরুত্বপূর্ণ বোর্ড সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফারুক আহমেদের নেতৃত্বাধীন বোর্ড এই সভায় ক্রিকেটের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করবে এবং বেশ কিছু সাহসী সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে, জাতীয় দলের নেতৃত্ব, শূন্যপদ পূরণ এবং পরিচালকদের উপস্থিতি নিয়ে এই সভায় হতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।
এখন বাংলাদেশ জাতীয় দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে, অনুর্ধ্ব-১৯ দলও ব্যস্ত রয়েছে, আর ক্রিকেটাররা খেলছেন বিসিএলে। এর মাঝে ব্যস্ত সময় পার করছে ক্রিকেট বোর্ডও। এ সভায় প্রধান আলোচ্য বিষয় হবে বিসিবি’র পরিচালনা পর্ষদের কিছু সদস্যের পদত্যাগ এবং জাতীয় দলের অধিনায়কত্ব নিয়ে কিছু কঠিন সিদ্ধান্ত।
দেশের ক্ষমতার পরিবর্তনের পর থেকে বিসিবির বিদায়ী সভাপতি নাজমুল হাসান পাপন পদত্যাগ করলেও পরিচালক হিসেবে রয়ে গেছেন। তবে, বোর্ড সভাপতি ফারুক আহমেদ এবার এই বিষয়টি নিয়ে সাহসী পদক্ষেপ নিতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে, যে সকল পরিচালক টানা তিনটি বোর্ড সভায় অনুপস্থিত, তাদের পদ বাতিল করার বিষয়েও আলোচনা হবে, যেটি বিসিবি’র আইন অনুযায়ী স্বাভাবিক প্রক্রিয়া।
ক্রীড়া মন্ত্রণালয় থেকেও এ বিষয়ে চিঠি পেয়েছে বিসিবি, যাতে শূন্যপদ পূরণের পরিকল্পনা এবং অনুপস্থিত পরিচালকদের তালিকা চাওয়া হয়েছে। এ ছাড়া, সাকিব আল হাসানের আসন্ন আফগানিস্তান সিরিজে খেলা নিয়ে নিরাপত্তা সংশ্লিষ্ট প্রশ্নও আজকের আলোচনার অংশ হবে।
জাতীয় দলের অধিনায়কত্ব নিয়ে নাজমুল হোসেন শান্ত নিজের ব্যাটিংয়ে মনোযোগ দেওয়ার জন্য নেতৃত্ব ছাড়তে চান, এবং তার পরিবর্তে নতুন অধিনায়ক বাছাই করার পরিকল্পনা চলছে। তরুণদের মধ্য থেকে বিকল্প হিসেবে কয়েকটি নাম প্রস্তাবিত, যা আজকের সভায় চূড়ান্ত হতে পারে। বিসিবির একজন পরিচালক জানান, “এই বিষয়টি নিয়ে বোর্ডে আলোচনা হবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”
তাছাড়া সাকিব আল হাসানের ভাগ্যও নির্ধারণ হতে পারে আজ। আসন্ন আফগানিস্তান সিরিজে তার খেলার সুযোগ নিয়ে কথা হবে। নিরাপত্তা শঙ্কায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে না খেলা এই অলরাউন্ডার আফগান সিরিজে থাকবেন কিনা তা নিয়ে আছে ধোঁয়াশা।
এই গুরুত্বপূর্ণ সভা আজ দুপুরে বিসিবি’র মিরপুর কার্যালয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং এর আমন্ত্রণপত্র ইতোমধ্যে পরিচালকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।