মালদ্বীপ থেকে রেমিট্যান্স পাঠানোর শীর্ষ পাঁচ দেশের মধ্যে বাংলাদেশ রয়েছে প্রথম স্থানে, এমন তথ্য উঠে এসেছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক প্রকাশিত বাৎসরিক রিপোর্ট বুলেটিনে। মালদ্বীপ মনিটরিং অথরিটির প্রকাশিত রিপোর্টে দেখা যায়, বিদেশি কর্মীদের পাঠানো রেমিট্যান্সের মধ্যে বাংলাদেশি প্রবাসীরাই ৫৪ শতাংশ পাঠিয়েছেন। ২০২৩ সালে মালদ্বীপ থেকে প্রবাসীদের পাঠানো মোট তহবিলের পরিমাণ ছিল ৭২ বিলিয়ন মার্কিন ডলার, যা ২০২২ সালের তুলনায় ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
মালদ্বীপের প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখলেও বৈধ এবং অবৈধ অভিবাসীদের ওপর চলমান ধরপাকড় অভিযান তাদের সংকটের মধ্যে ফেলছে। তবুও রেমিট্যান্স প্রবাহে তার প্রভাব পড়েনি, বরং বৈধ পথে অর্থ পাঠানো বেড়েছে ৬০ শতাংশ। দ্বিপাক্ষীয় কূটনৈতিক সমঝোতার মাধ্যমে স্থানীয় মুদ্রায় রেমিট্যান্স পাঠানোর সুযোগ তৈরি হলে এ প্রবাহ তিনগুণ বৃদ্ধি পেতে পারে বলে মত সংশ্লিষ্টদের।
প্রবাসীরা মালদ্বীপে একটি বাংলাদেশি বাণিজ্যিক ব্যাংকের শাখা খোলার দাবি জানিয়েছেন, যা তাদের অর্থ পাঠানোর ঝুঁকি কমাবে এবং হুন্ডির অপতৎপরতাও নিয়ন্ত্রণে আসবে। প্রবাসীদের স্বার্থ রক্ষায় মালদ্বীপের সঙ্গে আরও শক্তিশালী কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করলে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন অনেকে।