গামছা আমাদের আবহমান সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। তবে নিত্যদিনের প্রয়োজনের অনুষঙ্গ থেকে এই গামছার বহুবর্ণিল ফেব্রিক, বুনন আর প্যাটার্নের আবেদন এখন অন্য পর্যায়ে। ফ্যাশন দুনিয়ায় গামছার কদর অনেক। শাড়ি থেকে শুরু করে বিভিন্ন পোশাক ও অনুষঙ্গে এর ব্যবহার আমরা দেখি। তবে কলকাতার সুন্দরী অভিনেত্রী মনামি ঘোষ বরাবরই নিজের স্টাইল নিয়ে নিরীক্ষা করতে ভালোবাসেন। তাই তো গামছা লেহেঙ্গায় উতসবের সাজে সেজে সবাইকে তাক লাগিয়ে দিলেন তিনি। এক ইভেন্টে গামছা ফেব্রিকের এই অপূর্ব সুন্দর আবেদনময় পোশাকে নেচেগেয়ে নজর কেড়েছেন তিনি অতি সম্প্রতি।
মনামির লেহেঙ্গার টপ ও বটম পার্ট দুটিই গামছা ফেব্রিকে তৈরি
সেই সঙ্গে রয়েছে একই ফেব্রিকে টাইডাই করা ওড়না
দারুণ ফিটিয়ের এই লেহেঙ্গাটি সত্যিই উৎসবের আমেজ দিচ্ছে
কোমরে চেন, হাতের চুড়ি ও বালাআর গলায় চোকার ও কানে দুল নজর কাড়ছে
ব্যাকলেস ডিজাইন আবেদন বাড়িয়েছে বেশ
খোলা চুলের সঙ্গে ঘন কাজল, ন্যুড লিপস্টিক আর লাল টিপে অপরূপা সুন্দরী মনামি
ওড়নাতে বাঁধনি ফেব্রিকের মতো পেঁচিয়ে সুন্দর প্যাটার্ন করে ড্রেপ করা
হাতে ও পায়ে আলতার সাজ মানিয়েছে খুব উৎসবের আমেজে