বাংলাদেশ থেকে অন্তত দুই হাজার রোহিঙ্গাকে ইতোমধ্যে তাদের দেশে নিয়েছে অস্ট্রেলিয়া। দেশটি বাংলাদেশ থেকে আরও বেশি সংখ্যক রোহিঙ্গা নিতে চায়। বাংলাদেশের পক্ষ থেকে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এ সংক্রান্ত অনুরোধে সম্মতি দেন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্গ।
আজ দুপুরে সচিবালয়ে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান জাহাঙ্গীর আলম।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, অবৈধভাবে অস্ট্রেলিয়ায় প্রবেশের সময় ৯৭ জন আটক বাংলাদেশিকে ফেরত পাঠাতে অনুরোধ জানানো হয়েছে। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী এতে রাজি হয়েছেন।
এছাড়া অস্ট্রেলিয়ার সঙ্গে মেরিটাইম সংক্রান্ত নিরাপত্তা ইস্যুতে একটি সমঝোতা স্মারক সই হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।