সর্বশেষ
বোরো ধানের নমুনা শস্য কর্তন শুরু
ওটিটিতে মুক্তি পেল তাসনিয়া ফারিণের প্রথম সিনেমা
ভিসা ইস্যু নিয়ে যে বার্তা দিল ঢাকার মার্কিন দূতাবাস
নিজেদের ভুল বোঝাবুঝিতে ফ্যাসিবাদ সুযোগ নেবে: রিজভী
কাতার সফরে প্রধান উপদেষ্টার সঙ্গী হচ্ছেন চার নারী ক্রীড়াবিদ
হিন্দু নেতাকে অপহরণের পর হত্যা, যা বলল ভারত
আওয়ামী লীগের মিছিল নিয়ে কড়া বার্তা হাসনাতের
এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয়: নাহিদ ইসলাম
দেরি করে পৌঁছানোয় স্বপ্নভঙ্গ ওদের
নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ
নির্বাচনের জন্য এখনই আন্দোলনের প্রয়োজন দেখছে না বিএনপি
বিলাসবহুল অফিস ও বন্দর কমিটি নিয়ে যা বললেন হান্নান মাসউদ
শাহজাদপুরে যুবদল কর্মীকে হত্যার অভিযোগ
ফ্যাসিস্ট হাসিনাকে আশ্রয় দেওয়া প্রমাণ করে ভারত গণতান্ত্রিক রাষ্ট্র নয়: দুদু
‘শুভ কাজে সবার পাশে’ স্লোগানে বসুন্ধরা শুভসংঘের মনপুরা উপজেলা কমিটি গঠিত

ডুয়েল কারেন্সি কার্ডে বেআইনি লেনদেন, কেন্দ্রীয় ব্যাংকের সতর্কবার্তা

অনলাইন ডেস্ক

কিছু ব্যাংকের ডুয়েল কারেন্সি কার্ডে ফেসবুক অ্যাড ম্যানেজার ব্যবহার করে বেআইনি লেনদেনের তথ্য পেয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক জানতে পেরেছে, এসব লেনদেনে গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ ছাড়া সার্বিকভাবে ব্যাংকগুলোতে সাইবার আক্রমণের প্রবণতা আশঙ্কাজনকভাবে বাড়ছে। এমন পরিস্থিতিতে সাইবার নিরাপত্তা নিশ্চিতে ব্যাংকগুলোকে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে বলেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো চিঠিতে এ কথা বলা হয়। পেমেন্টে সার্ভিস প্রোভাইডার, পেমেন্ট সার্ভিস অপারেটর ও ই-পেমেন্ট গেটওয়ে প্রতিষ্ঠানগুলোকেও একই নির্দেশনা পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

পরিস্থিতিগত সাইবার সতর্কতা অবলম্বন প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের চিঠিতে বলা হয়, বাংলাদেশ সাইবার সিকিউরিটি ইন্টেলিজেন্সের (বিসিএসআই) নিয়মিত তথ্য নিরাপত্তা পর্যবেক্ষণ ও পর্যালোচনায় দেশের কিছু ব্যাংকে ডুয়েল কারেন্সি কার্ডে ফেসবুক অ্যাড ম্যানেজার ব্যবহার করে বেআইনিভাবে লেনদেন হওয়ার তথ্য পাওয়া গেছে। ওই লেনদেনগুলোর মাধ্যমে সাধারণ গ্রাহক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায়।

চিঠিতে বলা হয়, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সক্রিয় এসব সাইবার অপরাধীরা প্রতিনিয়ত দেশের সাধারণ জনগণ তথা ব্যাংকের গ্রাহকদের হয়রানি করছে। সম্প্রতি বিশ্বব্যাপী সাইবার আক্রমণের প্রবণতা বেড়েই চলেছে। বাংলাদেশের ব্যাংকগুলোতেও সাইবার আক্রমণের প্রবণতা বাড়ছে আশঙ্কাজনকভাবে। ব্যাংকগুলো প্রতিনিয়ত বিভিন্ন ম্যালওয়্যার আক্রমণের শিকার হচ্ছে।

এ ধরনের সাইবার আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য ব্যাংকগুলোকে কিছু বিষয়ে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। যেমন, কোনো ধরনের ডেটা ব্রিচ বা তথ্য চুরির আশঙ্কা হলে বা র্যা নসমওয়্যার অ্যাটাক হলে তার বিস্তারিত দ্রুত বাংলাদেশ ব্যাংককে জানানো, লেনদেনের নিরাপত্তা নিশ্চিতে বায়োমেট্রিক অথেন্টিকেশনসহ যাচাই-বাছাইয়ের বিষয়গুলো জোরদার করা, ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) ব্যবহার, আর্থিক লেনদেনে টুএফএ বা এমএফএ ব্যবহার, একটি কার্ড ব্যবহারে যাচাই প্রক্রিয়া সর্বোচ্চ কতবার ব্যর্থ হলে কার্ডটি ব্লক বা কালো তালিকাভুক্ত হবে তা নির্ধারণ করা, উন্নত প্রযুক্তির ফ্রড ডিটেকশন সিস্টেম চালু, সাইবার নিরাপত্তা বিষয়ে কর্মীদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া ইত্যাদি।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ