সর্বশেষ
পলাশবাড়ীতে চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালো ৩ বছরের শিশু
সাঘাটা সমাজসেবা কর্মকর্তার অনিনয়ম-দুর্নীতির শাস্তির দাবিতে মানববন্ধন ও  স্বারক লিপি প্রদান
চীনা হাসপাতাল নির্মাণ দাবি সাদুল্লাপুরবাসীর
বান্ধবীকে বিয়ে করলেন নায়িকা
দ্বিতীয় দিন শেষে ২৫ রানে পিছিয়ে বাংলাদেশ
চীনের ক্ষতি করে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে তার বিরোধিতা করব, হুঁশিয়ারি চীনের 
শেরপুরে দুই’শ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
গরমে চোখ-মুখ ফোলাভাব কমাতে যা করতে পারেন
সিনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বসুন্ধরা গ্রুপ
পারভেজ হত্যায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ঢাবি ছাত্রদলের
‘আমার বাবার কোনো কবর নেই, চার বছর ধরে লাশের খোঁজে আছি’
আল্লামা ইকবাল, মুসলিম জাতীয়তাবাদ ও বাংলাদেশের স্বাধীনতা একসূত্রে গাঁথা
ফ্রান্সিস, যিনি বদলে দিয়েছিলেন ক্যাথলিক চার্চকে
৩৩ বছরে কতজনকে ক্ষমা করেছেন রাষ্ট্রপতি, জানতে চান হাইকোর্ট
গোপন সামরিক তথ্য শেয়ার, ফের বিতর্কের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

‘স্বৈরাচারী হাসিনার দোসররা এখনও ষড়যন্ত্র করছে’

অনলাইন ডেস্ক

নেত্রকোনা জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রামের পর ছাত্র-জনতার অভূতপূর্ব গণঅভ্যূত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছে।

তিনি আরও বলেছেন, এখনও আন্দোলন শেষ হয়ে যায়নি। সংস্কার কাজ দ্রুত শেষ করে আগামী দেড় দুই বছরের মধ্যেই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলেই চলমান আন্দোলন শেষ হবে। স্বৈরাচারী খুনি হাসিনা সরকার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার দোসররা এখনও দেশে ষড়যন্ত্র করছে। তিনি শ্রমিক দলসহ বিএনপি ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদে ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র মোকাবেলার আহবান জানান।

শনিবার সকাল ১১টায় স্থানীয় পাবলিক হলে নেত্রকোনা জেলা শ্রমিক দল আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

নেত্রকোনা জেলা শ্রমিক দলের সভাপতি মো. আকিকুর রেজা খান খোকনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক তারিফুর রহমান রিপনের সঞ্চালনায় কর্মী সভা উদ্বোধন করেন কেন্দ্রীয় শ্রমিক দলের সহ-মহিলা বিষয়ক সম্পাদক হামিদা খাতুন।

কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী, জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জিপি এডভোকেট মাহফুজুল হক, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিক দলের সহ-সভাপতি মেহেদী আলী খান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এসএম মনিরুজ্জামান দুদু, জেলা কৃষক দলের সভাপতি সালাহ্উদ্দিন খান মিল্কী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এসএম মোয়াজ্জেম হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল, জেলা তাতী দলের সভাপতি সাইফুদ্দিন খান লেলিন ও শ্রমিক দলের নেতা শিবলী সাদিক প্রমূখ।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ