আইশা খান। ‘প্রেমে পড়েছেন?’- এই সংলাপ দিয়ে তিনি এখন দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছেন এ বছরের ভালোবাসা দিবসে মুক্তিপ্রাপ্ত নির্মাতা জাহিদ প্রীতমের ‘বুক পকেটের গল্প’ নাটকে। এর আগেও আইশার অভিনয় প্রশংসা কুড়িয়েছে দর্শকদের। কন্ট্রাক্ট, কাইজার, দাগ, ক্যাফে ডিজায়ার–এ অভিনয় করে সবার মন জয় করে নিয়েছেন তিনি। তবে ‘বুক পকেটের গল্প’ নাটকে আইশার লুক যেন অন্য রকম সুন্দর। এই নাটকে আইশা উচ্ছল এক মেয়ের চরিত্রে অভিনয় করেছেন। সুন্দরী আর সম্ভাবনাময় এই অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে তাঁর সাম্প্রতিক স্টাইলিশ লুকগুলো দেখে নিই চলুন।
বুক পকেটের গল্পে গায়ে হলুদের সাজে আইশা খানের আলোচিত লুক। হলুদের গয়না আর হেয়ার স্টাইল চোখে পড়ার মতো
মেরুন ভেলভেটের লেহেঙ্গায় ব্রাইডাল লুকে নজর কেড়েছেন আইশা এই রোমান্টিক গল্পের নাটকে
কালো শিয়ার ফেব্রিক ও রাফল্ড ডিটেইলস দেওয়া টপ আর সবুজ স্কার্টে গ্ল্যামারাস লুকে আইশা
ক্যাজুয়াল নীল টপ আর জিনসে স্মার্ট আইশা খান
রংচঙে টপ আর জিন্স পছন্দ এই অভিনেত্রীর
ফিউশন ঘরানার লম্বা স্কার্ট, নেটের টপের সঙ্গে ওড়না নিয়েছেন আইশা এখানে
লাল কারুকাজ করা শাড়ির সঙ্গে আইশা খান পরেছেন ফুলস্লিভ কালো ব্লাউজ। লাল লিপকালার আর লাল কালো চুড়ি নজর কাড়ছে
হল্টারনেক সাদা ব্লাউজের সঙ্গে আইশা খানের পরনে ন্যাচারাল ডাই করা নীল-ধূসর শাড়ি
স্ট্র হ্যাট আর বড় ঘেরের অফ হোয়াইট গাউনে সুন্দরী আইশা
হলদে সালওয়ার কামিজ পরেছেন এখানে আইশা খান
মেরুন টপ আর ফুলেল স্কার্টে আইশা খান
রূপালি সিকুইন বসানো কালো পার্টি শাড়ি পরেছেন আইশা। সঙ্গে লম্বা ঝোলানো দুল আর বালা।
পশ্চিমা পোশাকে বেশ মানিয়ে যায় এই জেনজি অভিনেত্রীকে। পরেছেন মিক্স অ্যন্ড ম্যাচ করে লাল ড্রেসের সঙ্গে কালো লেগিংস
প্যাস্টেল শেডের সালওয়ার কামিজে স্নিগ্ধ লুকে আইশা খান