সর্বশেষ
পলাশবাড়ীতে চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালো ৩ বছরের শিশু
সাঘাটা সমাজসেবা কর্মকর্তার অনিনয়ম-দুর্নীতির শাস্তির দাবিতে মানববন্ধন ও  স্বারক লিপি প্রদান
চীনা হাসপাতাল নির্মাণ দাবি সাদুল্লাপুরবাসীর
বান্ধবীকে বিয়ে করলেন নায়িকা
দ্বিতীয় দিন শেষে ২৫ রানে পিছিয়ে বাংলাদেশ
চীনের ক্ষতি করে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে তার বিরোধিতা করব, হুঁশিয়ারি চীনের 
শেরপুরে দুই’শ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
গরমে চোখ-মুখ ফোলাভাব কমাতে যা করতে পারেন
সিনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বসুন্ধরা গ্রুপ
পারভেজ হত্যায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ঢাবি ছাত্রদলের
‘আমার বাবার কোনো কবর নেই, চার বছর ধরে লাশের খোঁজে আছি’
আল্লামা ইকবাল, মুসলিম জাতীয়তাবাদ ও বাংলাদেশের স্বাধীনতা একসূত্রে গাঁথা
ফ্রান্সিস, যিনি বদলে দিয়েছিলেন ক্যাথলিক চার্চকে
৩৩ বছরে কতজনকে ক্ষমা করেছেন রাষ্ট্রপতি, জানতে চান হাইকোর্ট
গোপন সামরিক তথ্য শেয়ার, ফের বিতর্কের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

পঞ্চগড়ে শেখ হাসিনাসহ ৮৭ জনের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক

পঞ্চগড়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮৭ জনের নামে মামলা হয়েছে। এ ছাড়াও মামলায় আরও ৭০ থেকে ৮০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। সম্প্রতি শহরের জালাসীপাড়ার শাহীন আলম আশিক মামলাটি দায়ের করেন।

রোববার (৩ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড় সদর থানার ওসি এস এম মাসুদ পারভেজ।

শাহীন আলম আশিক উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের যুগিভিটা এলাকার আবু আলম মুহাম্মদ আব্দুল হাই হেলালের ছেলে। তিনি জেলা যুবদলের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক।

অপর আসামিরা হলেন পঞ্চগড়-১ আসনের সাবেক ২ সংসদ সদস্য মজাহারুল হক প্রধান ও নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান শেখ, সাবেক পৌর মেয়র জাকিয়া খাতুন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম প্রমুখ।

মামলায় উল্লেখ করা হয়, ২০০৬ সালের ২৮ অক্টোবর তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার নির্দেশে লগি-বৈঠা নিয়ে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা পঞ্চগড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। সেদিন তারা জেলা বিএনপির দলীয় কার্যালয়ে সমাবেশে হাফিজাবাদ ইউনিয়ন থেকে যোগ দিতে আসা নেতাকর্মীদের ওপর জালাসী এলাকায় হামলা করে। এতে বাদীর বাবা আবু আলম মুহাম্মদ আব্দুল হাই হেলালসহ কয়েকজন মারাত্মক আহত হন। এ ছাড়া তার দুই ভাই এহসানুল আলম বাদশা ও এমরানুল আলম সম্রাটসহ বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হন।

শাহীন আলম আশিক বলেন, ‘১৮ বছর আগে সন্ত্রাসী হামলার শিকার হয়েও ন্যায় বিচার পাইনি। সেদিন আমার বাবা, দুই ভাইসহ অনেকে গুরুতর আহত হন। দীর্ঘদিন স্বৈরাচারের কারণে ন্যায়বিচার ও সুশাসনের পরিবেশ ছিল না। তাই দীর্ঘদিন পর মামলাটি দায়ের করেছি। ছাত্রজনতার আন্দোলনে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রীকে আসামি করে একটি মামলা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা চলমান।’

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ