একদিন আমি একটা ব্যাঙ মামার সঙ্গে দেখা করলাম।
মামাকে জিজ্ঞেস করলাম, ‘আপনি কেমন আছেন?’
উত্তরে মামা বলল, ‘হ্যাঁ, আমি ভালো আছি।’
আমি জিজ্ঞেস করলাম, ‘আপনি কি আমার মতো লেখাপড়া করেন? আপনার কি আমার মতো বড় বাড়ি আছে?’
ব্যাঙ মামা বলল, ‘আমি লেখাপড়া করি না তবে ছাতার নিচে আমার একটা ছোট্ট বাড়ি আছে।’
তারপর সেখানে আমার বাবা এল। আমাকে জিজ্ঞেস করল, ‘এখানে কী করছ?’
আমি বললাম, ‘ব্যাঙ মামার সঙ্গে কথা বলছি।
তাই না ব্যাঙ মামা?’
ব্যাঙ মামা এবার কোনো কথা না বলে ডেকে উঠল, ‘ঘ্যাং ঘ্যাং।’