সর্বশেষ
একনেকে ২৪ হাজার কোটি টাকা ব্যয়ে ১৬ প্রকল্প অনুমোদন
যে ফলগুলো খেলে গরমে আপনার চুল ভালো থাকবে
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন সাবেক রাষ্ট্রদূত সুফিউর
শেখ হাসিনার তদন্ত প্রতিবেদন ২৪ জুনের মধ্যে দাখিলের নির্দেশ
বাংলাদেশ-চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রয়াস
রাকসুর চূড়ান্ত বিধিমালা হয়নি, জুনে নির্বাচন নিয়ে সংশয়
মেট্রোরেলের র‍্যাপিড পাসও আমলাতান্ত্রিক জটিলতায়, ভোগান্তি যাত্রীদের
নারী বিশ্বকাপে খেলতে ভারতে যাবে না পাকিস্তান
৩ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশের ডাক
সিইসির সঙ্গে আজ বৈঠকে বসছে এনসিপি
ক্যাস্ট্রলের আফটারমার্কেট ডিস্ট্রিবিউটর রক এনার্জি
রাজনৈতিক বিবেচনায় আর কোনো নতুন ব্যাংক নয়
বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি অভিযোগ, প্রশাসন আসলেই কার পক্ষে?
৮ মাস পর খুলনা জেলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল  
সাবেক ১১ মন্ত্রীসহ ১৯ জনকে ট্রাইব্যুনালে হাজির

প্রাকৃতিকভাবে চোখের পাপড়ি ঘন ও সুন্দর করে তোলার টেকসই উপায়

অনলাইন ডেস্ক

কথায় আছে চোখ মনের কথা বলে। আর তাই চোখকে আকর্ষণীয় করে তুলতে চায় সবাই। অপর দিকে চোখের পাপড়ি ঘন থাকলে পুরো লুকটাই কিন্তু বদলে যায়। ফেইক আইল্যাশ দিয়েও পেতে পারেন ঘন আইল্যাশ। কিন্তু কতক্ষণই বা এগুলো ব্যবহার করা যায়। তাই প্রাকৃতিকভাবে চোখের পাপড়ি ঘন সুন্দর করে তোলার টেকসই উপায় খুঁজে নেওয়াই ভালো।

শিয়া বাটার

আমাদের দেশে এখন বডি শপ ব্র্যান্ডের শো-রুম আছে। যেখানে খাঁটি শিয়া বাটার কিনেতে পাওয়া যায়। এছাড়াও অনলাইনে বিভিন্ন পেজ বা ই-কমর্স সাইট গুলোতেও থেকেও অর্ডার করে দিতে পারেন। শিয়া বাটারে থাকে ভিটামিন সি আর ভিটামিন সি -তে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিইনফ্লেমেটরি প্রপার্টিজ। যা চোখের পাপড়ি ভেঙে যাওয়া প্রতিরোধ করতে এবং কোলাজেন তৈরি করতে সাহায্য করে। এতে আরও আছে ময়েশ্চারাইজিং প্রপার্টিজ যা চোখের পাঁপড়িগুলোকে ভঙ্গুর করা ছাড়াই নরম ও ময়েশ্চারাইজড রাখতে সাহায্য করে।

চোখের পাপড়িতে শিয়া বাটার ব্যবহারের নিয়ম-

ধাপ ১- প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে সামান্য পরিমাণ শিয়া বাটার আঙুলের ডগায় নিয়ে আলতোভাবে চোখের পাপড়িতে লাগিয়ে নিন।

ধাপ ২- চোখের পাপড়িতে হালকা হাত ঘষে দেখুন পাপড়িগুলো একসঙ্গে লেগে জট বেঁধে গিয়েছে কি না। যদি জট বাঁধে, তাহলে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিন।

নারিকেল তেল

নারিকেল তেল চোখের পাপড়ির জন্য খুবই উপকারী। রূপচর্চায় নানাভাবে তেলটিই সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। তাই সবার ঘরেই প্রায় কম বেশি এই নারিকেল তেল থাকেই। নারিকেল তেল ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই কর চোখের পাপড়ি পড়ে যাওয়ার সমস্যা রোধ করে। এ ছাড়াও নিয়মিত চোখের পাপড়িতে নারিকেল তেল ব্যবহারের ফলে ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাল ইনফেকশনের সম্ভাবনা কমে যায়।

জেনে নিন চোখের পাপড়িতে নারিকেল তেল ব্যবহারের নিয়ম-

ধাপ ১- একটি বাটিতে এক টেবিল চামচ নারিকেল তেল নিয়ে একটি কটন বাড এতে ভিজিয়ে নিন। এবার চোখের পাপড়িতে এই তেলে ভেজানো কটন বাড আলতো করে ব্যবহার করুন। চোখে যেন তেল না যায় সেদিকে লক্ষ্য রাখুন।

ধাপ ২- এই তেল সারা রাত চোখের পাপড়িতে রেখে পরের দিন সকালে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

ক্যাস্টর অয়েল

রূপচর্চায় ক্যাস্টর অয়েল বহু বছর ধরেই ব্যবহৃত হয়ে আসছে। ক্যাস্টর অয়েল নতুন পাপড়ি গজাতে সাহায্য না করলেও এতে থাকা ওমেগা -৬ এবং ওমেগা -৯ ফ্যাটি অ্যাসিড চোখের পাপড়ি ঘন ও লম্বা করতে সাহায্য করে।

চোখের পাপড়িতে ক্যাস্টর অয়েল ব্যবহার করার নিয়ম-

ধাপ ১- প্রতিদিন রাতে দুই চোখের পাপড়িতে এক টেবিল চামচ পরিমাণ ক্যাস্টর অয়েল আলতোভাবে লাগিয়ে নিন। বর্তমানে কিন্তু অনেকেই ঘন চোখের পাপড়ির জন্য এই ঘরোয়া টোটকা ব্যবহার করেন।

ধাপ ২- সারা রাত রেখে পরের দিন সকালে ঠান্ডা পানিবদিয়ে ধুয়ে ফেলুন।

গ্রিন টি

গ্রিন টিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিইনফ্লেমেটরি প্রপার্টিজ চোখের পাপড়ি হাইড্রেট রাখতে সাহায্য করে। এ ছাড়াও এতে থাকা ক্যাফেইন এবং ফ্ল্যাভেনয়েড এর জন্য পাপড়ি ঘন দেখায়।

ধাপ ১- সামান্য পরিমাণ গরম পানিতে একটি গ্রিন টির ব্যাগ ৫ মিনিটের জন্য ভিজিয়ে রাখুন।

ধাপ ২- একটি ছাঁকনি দিয়ে চা ছেঁকে ঠান্ডা করে নিন। এরপর এই গ্রিন টি এর পানিটি চোখের পাপড়িতে দিয়ে সারা রাত রেখে পরের দিন সকালে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

অ্যালোভেরা

আজকাল অনেকেই বাড়ির বারান্দা বা ছাদে অ্যালোভেরা গাছ লাগিয়ে নিচ্ছেন। ত্বক ও চুলের যত্নে অনেকে অ্যালোভেরা ব্যবহার করে থাকলেও চোখের পাপড়ির যত্নে যে অ্যালোভেরা ব্যবহার করা যায়, তাই অনেকেই হয়তো জানেন না। অ্যালোভেরার ময়েশ্চারাইজিং প্রপার্টিজ চোখের পাপড়ি ভেঙে যাওয়া রোধ এবং ঘন করতে সাহায্য করে।

চোখের পাপড়িতে অ্যালোভেরা ব্যবহারের নিয়ম-

ধাপ ১- বাজার থেকে অ্যালোভেরা জেল কিনে নিতে পারেন অথবা অ্যালোভেরা পাতা থেকে জেল বের করে নিন। এরপর ভালোভাবে ব্লেন্ড করে নিন যেন চাকা চাকা না থাকে।

ধাপ ২- একটি পরিষ্কার মাসকারা ব্রাশ দিয়ে চোখের পাপড়িতে লাগিয়ে ৩০ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। আরও ভালো ফলাফলের জন্য এই অ্যালোভেরা জেলের সঙ্গে কয়েক ফোঁটা ভিটামিন ই অয়েল মিশিয়ে নিতে পারেন।

ছবি: সাফিয়া সাথী ও পেকজেলসডটকম

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ